ETV Bharat / bharat

Rahul Gandhi on Covid booster doses : আমিই বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্র সেটা মেনেছে : রাহুল

author img

By

Published : Dec 26, 2021, 12:26 PM IST

আমি করোনার বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম ৷ কেন্দ্র সেটা মেনে নিয়েছে ৷ এটা সঠিক পদক্ষেপ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুস্টার ডোজ (PM Modi announces Covid Booster dose) চালুর ঘোষণার পর এমনই দাবি করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi on Covid booster doses)৷

Rahul Gandhi welcomes roll out of Covid booster doses, says Centre accepts his suggestion
আমি বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্র সেটা মেনেছে: রাহুল

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হতে চলেছে ৷ বড়দিনে এই বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Covid booster doses)৷ তবে তাঁর দাবি, বুস্টার ডোজ চালু করার পরামর্শ তাঁরই ছিল ৷ কেন্দ্র তাঁর সেই পরামর্শ মেনে নিয়েছে ৷

ক্রিসমাসের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi announces Covid Booster dose) ঘোষণা করেন, আগামী বছর 10 জানুয়ারি থেকে দেশে করোনার 'প্রিকশন ডোজ' (roll out of Covid booster doses) দেওয়া হবে ৷ প্রথমে এই ডোজ পাবেন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব নাগরিকরা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ৷ তবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার জন্য চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখাতে হবে ৷

আরও পড়ুন: Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

মোদির এই ঘোষণার পরদিনই টুইটে এই সিদ্ধান্তকে স্বাগত জানান রাহুল গান্ধি (Rahul Gandhi welcomes roll out of Covid booster doses)৷ বুস্টার ডোজ চালু করার পরামর্শ যে তাঁরই ছিল সে কথা মনে করাতে তাঁর এই সংক্রান্ত আগের পোস্টটি তুলে ধরেন তিনি ৷ তাঁর 22 ডিসেম্বরের পোস্টে লেখা ছিল, "জনসংখ্যার অধিকাংশই এখনও টিকা পাননি ৷ কবে কেন্দ্রীয় সরকার বুস্টার ডোজ চালু করবে ?"

  • केंद्र सरकार ने बूस्टर डोज़ का मेरा सुझाव मान लिया है- ये एक सही क़दम है। देश के जन-जन तक वैक्सीन व बूस्टर की सुरक्षा पहुँचानी होगी।#BoosterJab #VaccinateIndia https://t.co/wUW7eYhEme

    — Rahul Gandhi (@RahulGandhi) December 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Night Curfew in Karnataka : 28 ডিসেম্বর থেকে কর্নাটকে নাইট কার্ফু

রবিবার সকালে এই পোস্ট (Rahul Gandhi tweet) তুলে ধরে রাগা লেখেন, "আমি যে বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্রীয় সরকার তা গ্রহণ করেছে ৷ এটা সঠিক পদক্ষেপ ৷ টিকা ও বুস্টারের সুরক্ষা দেশের মানুষের কাছে পৌঁছনো উচিত ৷"

আরও পড়ুন: Corona Update in India : সামান্য কমল দৈনিক সংক্রমণ, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 422

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.