ETV Bharat / bharat

Rahul Gandhi Unfurls National Flag: শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা উত্তোলন রাহুলের

author img

By

Published : Jan 29, 2023, 1:13 PM IST

Updated : Jan 29, 2023, 1:58 PM IST

Rahul Gandhi
ভারত জড়ো যাত্রা

ভারত জড়ো যাত্রা এসে পৌছেছে শেষ পর্যায়ে ৷ শনিবার এই যাত্রায় জম্মু ও কাশ্মীরে পা মেলান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ এই যাত্রা পথে রবিবার শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) । সোমবার শেষ হবে ভারত জড়ো যাত্রা ।

শ্রীনগর, 29 জানুয়ারি: রবিবার শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) । শনিবার রাহুল শহরের পান্থচৌক থেকে ভারত জড়ো যাত্রা (Bharat Jodo Yatra) পুনরায় শুরু করেন ৷ এই পদযাত্রা এদিন তার শেষ দিনে প্রবেশ করেছে । শ্রীনগরে শেষ হবে ভারত জড়ো যাত্রা ৷ শনিবার রাহুলের সঙ্গে যাত্রায় ছিলেন তাঁর বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ সেই চর্চিত সাদা টি-শার্টে রবিবার দেখা গিয়েছে কংগ্রেস সাংসদকে ৷ এই পোশাকেই এদিন যাত্রা শুরু করেন তিনি । সোমবার শেষ হবে প্রায় পাঁচ মাস ধরে চলা এই যাত্রা । তার আগের দিন উপত্যকায় পতাকা উত্তোলন করলেন রাহুল ।

তেরঙা ও দলীয় পতাকা হাতে মহিলা-সহ কয়েকশো কংগ্রেস সমর্থকদের সঙ্গে প্রিয়াঙ্কা ও রাহুল যোগ দেন যাত্রায় । ভারত জড়ো যাত্রা লাল চকের পর বুলেভার্ড এলাকার নেহেরু পার্কের দিকে এগিয়ে যায় ৷ যেখানে 4 হাজার 80 কিলোমিটার পদযাত্রার সমাপ্তি ঘটবে ৷ 7 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই যাত্রা। সারা দেশের 75টি জেলা পরিক্রম করেছে । রাহুল গান্ধি সোমবার এমএ রোডে দলের সদর দফতরে তেরঙা উত্তোলন করবেন ৷ এর পরে এসকে স্টেডিয়ামে একটি জনসভা অনুষ্ঠিত হবে ৷ যার জন্য 23টি বিরোধী রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । তার পর একাধিক রাজ্য ঘুরে গত বছরের শেষের দিকে নয়াদিল্লি পৌঁছন । সেখানেই শেষ হয় এই যাত্রার প্রথম পর্যায় । ওই পর্বেই রাহুলের সঙ্গে একাধিকবার হাঁটতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে (Priyanaka Gandhi Vadra) । চলতি মাসের 3 তারিখ এই যাত্রা আবার শুরু হয় । তার পর বেশ কয়েকটি রাজ্য ঘুরে জম্মু ও কাশ্মীরে এসে পৌঁছেছে যাত্রা । শ্রীনগরে এই কর্মসূচি শেষ হবে ।

শনিবার অবন্তিপোরা থেকে যাত্রা শুরু করেন রাহুল গান্ধি । সেখানে তাঁর সঙ্গে এই কর্মসূচিতে সামিল হতে দেখা যায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (PDP president Mehbooba Mufti) ও তাঁর মেয়ে ইলতিজা মুফতিকে । টুইটারে পিডিপি নেত্রী এই ভারত জোড়ো যাত্রা নিয়ে লিখেছেন, "রাহুল গান্ধির যাত্রা কাশ্মীরে তাজা বাতাসের মতো এসেছে । 2019 সালের পর এই প্রথম কাশ্মীরিরা এত বিপুল সংখ্যায় তাঁদের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন । তাঁর সঙ্গে হাঁটা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল ।" যোগেন্দ্র যাদবের নেতৃত্বে নাগরিক সমাজের একটি দলও রবিবার সকালে যাত্রায় যোগ দেয় ।

আরও পড়ুন: কাশ্মীরে ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে প্রিয়াঙ্কা

Last Updated :Jan 29, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.