ETV Bharat / bharat

Rahul Gandhi: দেশ ও যুব সমাজের নিরাপত্তা বিপদে ! অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

author img

By

Published : Jul 24, 2022, 4:24 PM IST

Rahul Gandhi criticises Agnipath Recruitment Scheme
Rahul Gandhi: দেশ ও যুব সমাজের নিরাপত্তা বিপদে ! অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

অগ্নিপথ প্রকল্প (Agnipath Recruitment Scheme) এনে দেশের নিরাপত্তা এবং যুব সম্প্রদায়ের ভবিষ্যৎকে বিপদে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার ! টুইটে তোপ দাগলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

নয়াদিল্লি, 24 জুলাই: আবারও অগ্নিপথ প্রকল্পের (Agnipath Recruitment Scheme) সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এদিন তিনি বলেন, এই প্রকল্প এনে দেশের নিরাপত্তা এবং যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ বিপদে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার ৷ এমনকী, এই প্রকল্পকে 'নরেন্দ্র মোদির গবেষণাগার' বলেও কটাক্ষ করেছেন রাহুল ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তা এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে 'নতুন গবেষণা' করছে ৷

এদিন এই প্রসঙ্গে হিন্দিতে একটি টুইট করেন রাহুল গান্ধি ৷ তাতে তিনি দাবি করেন, প্রতি বছর প্রায় 60 হাজার সেনা চাকরি থেকে অবসর নেন ৷ তাঁদের মধ্যে মাত্র 3 হাজার পরবর্তীতে সরকারি চাকরি পেয়েছেন ৷ রাহুলের বক্তব্য, অগ্নিবীরদের (Agniveer) মাত্র 4 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে ৷ সেক্ষেত্রে 4 বছর পর তাঁরা কী করবেন ? তাঁরা যে সরকারি চাকরি পারবেন, তার নিশ্চয়তা কোথায় ?

  • 60,000 सैनिक हर साल रिटायर होते हैं, उनमें से सिर्फ 3000 को सरकारी नौकरी मिल रही है।

    4 साल के ठेके पर हज़ारों की संख्या में रिटायर होने वाले अग्निवीरों का भविष्य क्या होगा?

    प्रधानमंत्री की प्रयोगशाला के इस नए Experiment से देश की सुरक्षा और युवाओं का भविष्य दोनों खतरे में हैं।

    — Rahul Gandhi (@RahulGandhi) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Agnipath Recruitment Scheme: তরুণ অগ্নিবীর প্রার্থীদের প্রি-ট্রেনিং শুরু জম্মু-কাশ্মীরে

এই প্রসঙ্গে টুইটে রাহুলের অভিযোগ, "প্রধানমন্ত্রীর গবেষণাগারে শুরু হওয়া এই নতুন পরীক্ষায় দেশের নিরাপত্তা এবং যুব সমাজের ভবিষ্যৎ, দুইয়েরই বিপদ ডেকে আনা হয়েছে ৷"

প্রসঙ্গত, দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়লেও ইতিমধ্যেই (গত শুক্রবার পর্যন্ত) অগ্নিপথ প্রকল্পের আওতায় ভারতীয় নৌবাহিনীতে 3 লক্ষ 3 হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ৷ এই প্রক্রিয়া শুরু হয়েছে গত 2 জুলাই থেকে ৷ রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.