ETV Bharat / bharat

Rahul Gandhi: গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোক বসাচ্ছে বিজেপি-আরএসএস, তোপ রাহুল গান্ধির

author img

By

Published : Aug 19, 2023, 8:22 PM IST

Rahul Gandhi Slams RSS-BJP: শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ থেকে বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোক বসাচ্ছে বিজেপি ও আরএসএস ৷

Photo: Congress Twitter
ছবি: কংগ্রেসের টুইটার হ্যান্ডেল

নয়াদিল্লি, 19 অগস্ট: দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের লোক বসাচ্ছে আরএসএস ও বিজেপি, শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এই অভিযোগ করেছেন ৷ লাদাখের লেহ-তে তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন ৷ তাঁর আরও অভিযোগ, আরএসএস-এর সঙ্গে কথা না বলে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না মন্ত্রীরা ৷

রাহুল গান্ধির দাবি, ভারতে স্বাধীনতার ভিত্তি হল সংবিধান । সংবিধানে অনেক নিয়মে রাখা হয়েছে এবং সংবিধানের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তা কার্যকর করতেই বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে ৷ যেমন - লোকসভা, রাজ্যসভা, প্ল্যানিং কমিশন, বাহিনী ৷ কিন্তু সেই কাঠামো বিজেপি ও আরএসএস ভেঙে ফেলার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন ৷

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "আপনি যদি ভারত সরকারের মন্ত্রীদের কাছে যান এবং তাঁদের জিজ্ঞাসা করেন, 'আপনি কি আসলেই আপনার মন্ত্রিত্বের সিদ্ধান্ত নিচ্ছেন ?’ তাঁরা আপনাকে বলবেন যে আরএসএসের একজন ভদ্রলোক আছেন, যাঁর সঙ্গে আমাদের কাজ করতে হয় । তিনিই সিদ্ধান্ত নেন ৷’’

যদিও একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি রাহুলের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরএসএস নাক গলায় না ৷

এদিকে শুক্রবার লেহ-তে তরুণ প্রজন্মের সঙ্গে নিজের ভাবনা শেয়ার করার পর শনিবার তিনি লাদাখের প্যাংগং হ্রদের দিকে রওনা দেন ৷ তাও আবার বাইকে ৷ সেই ছবি নিজের ইনস্টাতেও পোস্ট করেন রাহুল ৷ লেখেন, ‘‘প্যাংগং লেকে যাচ্ছি, যা আমার বাবা বলতেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি ৷’’

আরও পড়ুন: লাদাখ সফরে বাইকার বেশে রাহুল, স্মরণ করলেন বাবাকে

উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাহুল গান্ধির সফর আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.