ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রা বাতিল করলেন রাহুল, দুষলেন জম্মু-কাশ্মীর পুলিশকে

author img

By

Published : Jan 27, 2023, 5:33 PM IST

Updated : Jan 27, 2023, 7:00 PM IST

ETV Bharat
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধি

শুক্রবার, এই দিনের মতো ভারত জোড়ো যাত্রা বাতিল করে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এর কারণ হিসেবে উপত্যকার পুলিশি অব্যবস্থাকে দায়ি করেছেন রাহুল (Bharat Jodo Yatra canceled in J&K) ৷

শ্রীনগর, 27 জানুয়ারি: শুক্রবারের মতো ভারত জোড়ো যাত্রা বাতিল করে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এর কারণ হিসেবে উপত্যকার পুলিশি অব্যবস্থাকে দায়ী করেছেন রাহুল (Rahul Gandhi canceled Bharat Jodo Yatra for the day) ৷ এদিন রাহুল জানিয়েছেন, ভিড় সামলানোর দায়িত্ব পুলিশের, সেই দায়িত্ব ঠিক করতে পারছে না তারা ৷ সেকারণেই এদিনের মতো তিনি এই যাত্রা স্থগিত রাখছেন ৷ তবে এই কর্মসূচি যে সম্পূর্ণ বাতিল হচ্ছে না এবং বাকিরা তাঁদের পদযাত্রা চালিয়ে যাবেন, এদিন তা জানান রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল ৷ তাঁর নিরাপত্তায় ফাঁকের ঘটনাও ঘটে সম্প্রতি ৷ এরপর কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, রাহুলের নিরাপত্তার বিষয়টি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এব্যাপারে নিরাপত্তা সংস্থাগুলির পরামর্শ মেনে চলা হবে ৷ সেই নিরাপত্তাতেই বিঘ্ন ঘটায় এদিনের জন্য মাঝপথেই এই যাত্রা বাতিল করলেন রাহুল ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, "জনতার ভিড় সামাল দেওয়ার দায়িত্ব যে পুলিশের, এদিন তাদের কোথাও চোখে পড়েনি ৷ এই পরিস্থিতিতে আমার নিরাপত্তা রক্ষীদের আমার সঙ্গে হাঁটতে সমস্যা হচ্ছিল ৷ তাই আমি এদিনের মতো যাত্রা বাতিল করলাম ৷"

  • Today, the police arrangements completely collapsed. There were no police officers present to control the crowd. My security team advised me not to continue the walk. It is crucial that the police put in place all the necessary arrangements.
    : Shri @RahulGandhi pic.twitter.com/5ZMGenRZah

    — Congress (@INCIndia) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পড়ুয়াদের পরীক্ষায় নকল না করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

তিনি যে তাঁর নিরাপত্তাকর্মীদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন, এদিন তাও জানান রাহুল ৷ বলেন,"আমার মনে হয় এই ভিড় সামাল দেওয়ার বিষয়টি পুলিশের গুরুত্ব দিয়ে দেখা উচিত ৷ আমি আমার নিরাপত্তারক্ষীদের পরামর্শ অমান্য করতে পারি না ৷ আমি আশা করব এই যাত্রার বাকি দিনগুলির জন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে ৷" বর্তমানে জম্মু-কাশ্মীরের বানিহালে রয়েছে ভারত জোড়ো যাত্রা ৷ 30 জানুয়ারি শ্রীনগরে কংগ্রেসের এই কর্মসূচি শেষ হওয়ার কথা ৷ ওই দিন সেখানকার কংগ্রেস দফতরে জাতীয় পতাকা উত্তোলনের কথা রাহুল গান্ধির ৷

Last Updated :Jan 27, 2023, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.