ETV Bharat / bharat

Priyanka-Bhupesh Meeting : 10 জনপথে প্রিয়াঙ্কা- ভূপেশ বৈঠক, উত্তরপ্রদেশ নিয়ে আলোচনার সম্ভাবনা

author img

By

Published : Nov 12, 2021, 12:54 PM IST

Priyanka Gandhi Vadra met with Bhupesh Baghel at 10 Janpath in Delhi
Priyanka-Bhupesh Meeting : 10 জনপথে ভূপেশ-প্রিয়াঙ্কা বৈঠক, উত্তরপ্রদেশ নিয়ে আলোচনার সম্ভাবনা

শুক্রবার দিল্লিতে ভূপেশ বাঘেলের সঙ্গে বৈঠক করেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে সদ্য উত্তরপ্রদেশে দলের জাতীয় পর্যবেক্ষক পদে নিয়োগ করেছে হাইকম্যান্ড ৷ এদিকে, প্রিয়াঙ্কাও ভোটমুখী উত্তরপ্রদেশের দায়িত্বে রয়েছেন ৷ সেক্ষেত্রে শুক্রবারের এই বৈঠক উত্তরপ্রদেশের জন্য তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

নয়াদিল্লি, 12 নভেম্বর : ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) সঙ্গে বৈঠকে বসলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে 10 জনপথে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ বৈঠকে উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করা হতে পারে ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : বিদ্যুতের বিলের নামে জনগণকে লুটছে যোগী সরকার, তোপ প্রিয়াঙ্কার

প্রসঙ্গত, দলের সাধারণ সম্পাদকের দায়িত্বের পাশাপাশি প্রিয়াঙ্কার কাঁধে ভোটমুখী উত্তরপ্রদেশের দায়িত্বও রয়েছে ৷ আগামী বছরই উত্তরপ্রদেশ-সহ দেশের সাতটি রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে ৷ এই পরিস্থিতিতে বাঘেলের উপর আস্থা রেখে তাঁর দায়িত্ব বাড়িয়েছে কংগ্রেস হাইকম্যান্ড ৷ গত 2 অক্টোবর ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীকে উত্তরপ্রদেশে দলের জাতীয় পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয়েছে ৷

এর আগে 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভার মোট 403টি আসনের মধ্যে বিজেপি জেতে 312টিতে ৷ সমাজবাদী পার্টি জেতে 47টি কেন্দ্রে এবং বহুজন সমাজ পার্টি জয়লাভ করে 19টি আসনে ৷ তবে গতবারের নির্বাচনে কংগ্রেসের ফলাফল ছিল শোচনীয় ৷ মাত্র সাতটি কেন্দ্র ঝুলিতে পুরতে পেরেছিল তারা ৷ বাদ বাকি আসনে অন্য প্রার্থীরা জিতেছিলেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee in UP : এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে ঘুঁটি সাজাচ্ছেন মমতা

প্রসঙ্গত, এক সময় উত্তরপ্রদেশ কংগ্রেসের গড় হিসাবে পরিচিত হলেও তিন দশকেরও বেশি সময় ধরে এই রাজ্যে সরকার গড়তে পারেনি তারা ৷ উত্তরপ্রদেশে কংগ্রেসের হয়ে শেষবারের মতো মুখ্যমন্ত্রিত্ব করেছিলেন নারায়ণ দত্ত তিওয়ারি (Narayan Dutt Tiwari) ৷ 1988 সালের জুন মাস থেকে 1989 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি ওই পদে ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.