ETV Bharat / bharat

Priyanka Gandhi Vadra : লখনউয়ে এসেও লখিমপুরে যাননি প্রধানমন্ত্রী, মোদিকে তুলোধনা প্রিয়াঙ্কার

author img

By

Published : Oct 10, 2021, 5:21 PM IST

Priyanka Gandhi Vadra criticized PM Modi who came to Lucknow but did not visit kin of Lakhimpur Kheri
Priyanka Gandhi Vadra : কৃষক সমাবেশে প্রধানমন্ত্রীর গড়ে দাঁড়িয়েই তাঁকে তুলোধনা প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার

প্রধানমন্ত্রী লখনউ এলেও লখিমপুর খেরির ঘটনায় নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করতে পারলেন না ! রবিবার নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে আয়োজিত কৃষক সমাবেশের মঞ্চ থেকে এভাবেই তাঁকে নিশানা করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

বারাণসী, 10 অক্টোবর : লখিমপুর খেরি (Lakhimpur Kheri Violence) কাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ রবিবার বারাণসীতে আয়োজিত একটি কৃষক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের কাজ দেখতে প্রধানমন্ত্রী লখনউ এলেন ৷ অথচ, লখিমপুর খেরির ঘটনায় নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করতে পারলেন না !

আরও পড়ুন : Priyanka Gandhi : কৃষক সমাবেশে বক্তৃতার আগে বিশ্বনাথের দরজায় প্রিয়াঙ্কা গান্ধি

বারাণসীতে আয়োজিত এদিনের এই কর্মসূচিকে ‘কিষাণ ন্যায়’ সমাবেশ বলে উল্লেখ করা হয়েছে ৷ সেখানেই সভামঞ্চে বক্তব্য় রাখেন কংগ্রেস নেত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও (Yogi Adityanath) সমালোচনা করেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘জনসাধারণের মঞ্চ থেকে অভিযুক্ত মন্ত্রীকে আড়াল করছেন মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী লখনউ এলেন ৷ ‘উত্তম প্রদেশ’-এর কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখলেন ৷ ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’-এও সামিল হলেন ৷ কিন্তু তিনি লখিমপুর খেরিতে একবারও যেতে পারলেন না ৷ স্বজনহারাদের দুঃখ ভাগ করে নিতে পারলেন না ৷’’

প্রিয়াঙ্কার অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কৃষক আন্দোলনকে কোনও গুরুত্বই দিচ্ছে না ৷ মাসের পর মাস দিল্লির সীমানায় বসে রয়েছেন দেশের অন্নদাতারা ৷ অথচ তাঁদের কোনও কথা শোনা হচ্ছে না ৷ এমনকী, প্রধানমন্ত্রী দেশের এই কৃষিজীবী মানুষকে আন্দোলনজীবী এবং সন্ত্রাসবাদী বলেও অপমান করেছেন বলে অভিযোগ প্রিয়াঙ্কার ৷ তিনি বলেন, ‘‘আন্দোলনরত কৃষকদের আন্দোলনজীবী এবং সন্ত্রাসবাদী বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যোগীজি আন্দোলনকারীদের গুন্ডা বলেছেন এবং তাঁদের ভয় দেখাচ্ছেন ৷ ওই একই মন্ত্রী (লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র) বলেছেন, তিনি মাত্র দু’মিনিটেই আন্দোলনকারীদের শায়েস্তা করে দেবেন ৷’’

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দিল কংগ্রেস

আসলে বিজেপির কোনও নেতা, মন্ত্রীই যে কৃষকবন্ধু নন, এদিন সেটাই বোঝাতে চেয়েছেন প্রিয়াঙ্কা ৷ তাই একসঙ্গে কেন্দ্রের মোদি সরকার এবং উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করেছেন তিনি ৷ তাঁর দাবি, বিজেপির রাজত্বে কেবলমাত্র দু’ধরনের মানুষই সুরক্ষিত ৷ ‘‘তাঁরা হলেন ক্ষমতায় থাকা বিজেপি নেতা এবং তাঁদের কোটিপতি বন্ধুরা ৷’’ প্রসঙ্গত, এদিন নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর রোহানিয়া এলাকায় কৃষক সমাবেশের আয়োজন করা হয় ৷ সেই সমাবেশে যোগ দেওয়ার আগে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.