ETV Bharat / bharat

Interstate Arms Syndicate in AP: অন্ধ্রে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ; গ্রেফতার 4 তোলাবাজ, উদ্ধার প্রচুর অস্ত্র

author img

By

Published : Dec 27, 2022, 2:48 PM IST

Updated : Dec 27, 2022, 3:42 PM IST

আন্তঃরাজ্য অস্ত্র পাচার ও তোলাবাজির (Interstate Arms Syndicate in AP) একটি বড় চক্রের হদিশ পেয়ে চক্রের চারজনকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ (Andhra Pradesh News)৷ তাদের থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

Representative image of arrest
গ্রেফতারির ফাইল ছবি

অনন্তপুর (অন্ধ্রপ্রদেশ), 27 ডিসেম্বর: আন্তঃরাজ্য অস্ত্র পাচার ও তোলাবাজির (Interstate Arms Syndicate in AP) একটি বড় চক্রের খোঁজ মিলল অন্ধ্রপ্রদেশে ৷ সোমবার সেই চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ৷

জাল টাকা তৈরি এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের পাশাপাশি ধৃতরা তোলাবাজিতেও যুক্ত বলে জানিয়েছে পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে 18টি আগ্নেয়াস্ত্র, 95 রাউন্ড গুলি এবং 6টি অতিরিক্ত ম্যাগাজিন ৷ সোমবার সাংবাদিক সম্মেলন করে অন্ধ্রপ্রদেশের ডিজি (AP DGP press conference) কেভি রাজেন্দ্রনাথ রেড্ডি বলেন যে, এসপি কাগিনেল্লি ফকিরাপ্পার নেতৃত্বে অনন্তপুর পুলিশ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর থেকে বেঙ্গালুরুর তোলাবাজ এবং ভাড়াটে খুনিদের একটি সিন্ডিকেটকে ধরেছে । ধৃতদের সঙ্গে কর্নাটকের বেল্লারিতে জাল ভারতীয় নোট প্রস্তুতকারকদের যোগ ছিল ৷

ডিজি বলেন যে, তাদের অবৈধ কার্যকলাপগুলিকে নির্দ্বিধায় চালানোর জন্য বেঙ্গালুরুর তোলাবাজ জামশদ (37), মোবারক (43), আমির পাশা (30) এবং রিয়াজ আবদুল শাইক (36) মহারাষ্ট্রের শিরপুর থেকে গাঁজা সংগ্রহ করত এবং মধ্যপ্রদেশের অবৈধ অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে ছোট অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করত ।

ডিজি আরও জানান, "অনন্তপুর পুলিশের স্পেশাল অপারেশন টিম বেঙ্গালুরু ভিত্তিক চারজন তোলাবাজকে গ্রেফতার করেছে । জিজ্ঞাসাবাদের সময় তারা অস্ত্র তৈরির ইউনিট সম্পর্কে জানতে পারে । পরে তারা বারওয়ানি জেলার উমারতিতে রাজপাল সিংয়ের মালিকানাধীন একটি অবৈধ অস্ত্র তৈরির ইউনিটে অভিযান চালিয়ে রাজপাল সিংকে গ্রেফতার করে এবং তাকে আটক করে । তার সহযোগী নান্নু সুথার আদিবাসীকেও হেফাজতে নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: বাড়িতেই অস্ত্র কারখানা ! ভাঙড়ে উদ্ধার কাঁড়ি কাঁড়ি বোমা, গুলি, বারুদ

পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি অত্যাধুনিক সেমি অটোমেটিক বন্দুক-সহ 18টি অস্ত্র, 95 রাউন্ড গুলি এবং 6টি অতিরিক্ত ম্যাগাজিন বাজেয়াপ্ত করেছে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আসামিরা ভাড়াটে খুনি হিসেবে কাজ করত এবং তোলাবাজি ও জাল নোটের প্রচলন-সহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল । পুলিশ আরও জানতে পেরেছে যে, অবৈধ অস্ত্র প্রস্তুতকারক রাজপাল সিং দেশের বিভিন্ন স্থানে শতাধিক অস্ত্র সরবরাহ করেছে ।

রাজেন্দ্রনাথ রেড্ডি বলেন যে, অবৈধ অস্ত্র ব্যবসার পুরো নেটওয়ার্কের খোঁজ পেতে আরও তদন্ত চলছে । তিনি অনন্তপুরের এসপি কাগিনেল্লি ফাকিরাপ্পা, কল্যাণদুর্গের ডিএসপি বি শ্রীনিবাসুলু এবং আরএসআই সি রাজশেখর রেড্ডির নেতৃত্বে 14 সদস্যের বিশেষ অপারেশন টিমের কাজের প্রশংসা করেন এবং তাঁদের জন্য পুরস্কার ঘোষণা করেন ।

Last Updated :Dec 27, 2022, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.