Swami Vivekananda Jayanti : স্বামীজির স্বপ্ন পূরণে একসঙ্গে কাজ করে যেতে হবে, বার্তা মোদির

author img

By

Published : Jan 12, 2022, 10:26 AM IST

National Youth Day

আজ স্বামীজির জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi tweets on Swami Vivekananda Jayanti) ৷ জাতীয় যুব দিবসে দেশবাসীকে স্বামীজির স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ৷

নয়াদিল্লি, 12 জানুয়ারি : আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী (Swami Vivekananda Birth Anniversary) ৷ এদিন সকালে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi tweets on Swami Vivekananda Jayanti) ৷ তাঁর স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যের কথা মনে করিয়ে দেন দেশবাসীকে ৷

স্বামীজির জন্মদিন 12 জানুয়ারি দেশজুড়ে পালিত হল জাতীয় যুব দিবস (National Youth Day 2022) ৷ এদিন সকালে টুইট করেন প্রধানমন্ত্রী ৷ স্বামীজির স্বপ্নপূরণের লক্ষ্যে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান ৷

  • I pay tributes to the great Swami Vivekananda on his Jayanti. His was a life devoted to national regeneration. He has motivated many youngsters to work towards nation building. Let us keep working together to fulfil the dreams he had for our nation.

    — Narendra Modi (@narendramodi) January 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাই । জাতির উত্থানের জন্য জীবন নিবেদিত করেছিলেন । দেশ গঠনে তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন তিনি । আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে আসুন আমরা একসঙ্গে কাজ করে যাই ।"

আরও পড়ুন : National Youth Day 2022 : স্বামীজির জন্মদিনে ধনকড়ের টুইট, পরামর্শ মমতাকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.