ETV Bharat / bharat

Parliament Monsoon Session: ময়দানে মোদি! প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের অপেক্ষায় শাসক-বিরোধী

author img

By

Published : Aug 10, 2023, 12:01 PM IST

Updated : Aug 10, 2023, 12:45 PM IST

অনাস্থা প্রস্তাবে আজ জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান দল কংগ্রেস ৷ আজ অশান্ত মণিপুর নিয়ে কী বলবেন মোদি ? তাকিয়ে নেতা থেকে আমজনতা, সবাই ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 10 অগস্ট: অনাস্থা প্রস্তাবের আজ তৃতীয় দিন ৷ বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ সংসদে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে এমনই জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর । বিরোধী শিবির তথা দেশ তাকিয়ে আছে, কখন তিনি মণিপুর নিয়ে বিবৃতি দেবেন ৷ 3 মে থেকে অশান্ত মণিপুর ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী প্রথম মন্তব্য করেন 20 জুলাই সংসদের বাইরে ৷ সেদিন বাদল অধিবেশন শুরু হয় ৷ সঠিক সময় জানা না-গেলেও মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী সন্ধ্যা নাগাদ লোকসভায় জবাবি ভাষণ দেবেন ৷

  • At around 4 PM this evening, PM @narendramodi will be taking part in the discussion on the Motion of No-Confidence.

    — PMO India (@PMOIndia) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম থেকেই ইন্ডিয়া জোট-সহ অন্য বিরোধী দলগুলি সংসদের মধ্যে তাঁর মুখ থেকে মণিপুর ইস্যুতে বিবৃতি দাবি করে এসেছে ৷ এরপর বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান দল কংগ্রেস ৷

প্রধানমন্ত্রীকে চাপে ফেলতে এই কৌশল বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে মণিপুর নিয়ে বলবেন ৷ সাংসদ পদ ফিরে পেয়ে গতকাল লোকসভায় অনাস্থা প্রস্তাবে বক্তৃতা দেন রাহুল গান্ধি ৷ তারপরই অনাস্থা প্রস্তব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভাষণ দেন ৷ দু'জনের বক্তৃতা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল লোকসভা ৷ চার দেওয়াল ছাড়িয়ে তার আঁচ পড়েছে দেশের রাজনীতিতেও ৷

আরও পড়ুন: 'মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য', বাদল অধিবেশনের আগে বার্তা মোদির

ইন্ডিয়া লোকসভায় অনাস্থা প্রস্তাব আনলেও সংখ্যাগরিষ্ঠ এনডিএ ৷ সংসদের নিম্নকক্ষে শুধুমাত্র বিজেপিরই আসন সংখ্যা 300 এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোটে সংখ্যা 350 ছাড়িয়ে ৷ উলটো দিকে, অনাস্থা প্রস্তাব আনা ইন্ডিয়া জোটের হাতে রয়েছে মাত্র 144 টি আসন ৷ তবে সেটা নিয়ে চিন্তিত নয় বিরোধীরা ৷

  • VIDEO | "This appeal (for peace in Manipur) should have been made long back. I believe that after this appeal, an all-party delegation visits different parts (of Manipur) to end the sense of alienation among the people there," says RJD MP @manojkjhadu. pic.twitter.com/cdINugrjVg

    — Press Trust of India (@PTI_News) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, "মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা ভাঙাই এই অনাস্থা প্রস্তাবের উদ্দেশ্য ৷ আমি আশা করি, প্রধানমন্ত্রী অমিত শাহের মতো অতীতে বাস করেন না ৷ তিনি সাড়ে 9 বছর ধরে ক্ষমতায় আছেন ৷ এর আগে মণিপুরে যদি কোনও ভুল হয়ে থাকতে পারে ৷ আর কত সময় দরকার ?"

  • Summary #ParliamentMonsoonSession

    Lok Sabha. After MISSING for 21 days, PM @narendramodi has been COMPELLED to speak on #Manipur today becos INDIA alliance moved a No Confidence Motion

    Rajya Sabha. Session ends 11 Aug,PM @narendramodi still ABSCONDING

    Bills bulldozed daily

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'দলই ওকে সময় দেয় না', সংসদে অধীরকে চরম কটাক্ষ শাহের

অন্যদিকে প্রধানমন্ত্রীর সংসদে অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ তিনি লিখেছেন, "লোকসভায় 21 দিন প্রধানমন্ত্রীর দেখা মেলেনি ৷ এবার তিনি মণিপুর ইস্যুতে বলতে বাধ্য ৷ ইন্ডিয়া জোট অনাস্থা প্রস্তাব এনেছে ৷ সংসদীয় অধিবেশন শেষ হবে 11 অগস্ট ৷ এখনও প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন ৷ প্রতিদিনই বুলডোজার দিয়ে বিল পাশ করানো হচ্ছে ৷" 20 জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে ৷ 11 অগস্ট অর্থাৎ আগামিকাল শেষ দিন ৷

Last Updated : Aug 10, 2023, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.