ETV Bharat / bharat

Narendra Modi : রাষ্ট্রসঙ্ঘে নাম না করে চিনের বিরুদ্ধে সমুদ্র অপব্যবহারের অভিযোগে সরব মোদি

author img

By

Published : Sep 25, 2021, 8:33 PM IST

pm narendra modi attacks china on maritime issue from unga
Narendra Modi : চিনের বিরুদ্ধে সমুদ্র অপব্যবহার রোখার দাবিতে রাষ্ট্রসঙ্ঘে সরব মোদি

শনিবার রাষ্ট্রসঙ্ঘের 76তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মঞ্চ থেকে তিনি চিনের বিরুদ্ধে সমুদ্র অপব্যবহার রোখার দাবিতে সরব হন ৷

নিউইয়র্ক, 25 সেপ্টেম্বর : আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে কব্জা করার চেষ্টা করছে চিন ৷ গত কয়েক বছর ধরে এমন অভিযোগ বারবার উঠছে ৷ বিশেষ করে করোনা অতিমারি পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘ-সহ একাধিক প্রতিষ্ঠানের ভূমিকাও প্রশ্নচিহ্নের মুখে পড়েছে ৷ এবার রাষ্ট্রসঙ্ঘকে ঘুরে দাঁড়িয়ে ফের শক্তিশালী হওয়া আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই কথা বলে তিনি বার্তা দিলেন চিনকেও ৷

শনিবার রাষ্ট্রসঙ্ঘের 76তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি একাধিক ইস্যু তুলে ধরেন ৷ তার মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রসঙ্ঘের মতো প্রতিষ্ঠানগুলির গুরুত্ব হারিয়ে ফেলার বিষয়টি ৷ তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন : Narendra Modi at UNGA : সন্ত্রাসবাদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, নাম না করে রাষ্ট্রসঙ্ঘে মোদির পাক-বার্তা

তাঁর কথায়, রাষ্ট্রসঙ্ঘকে এখনই শক্তিশালী করতে হবে ৷ আর সময় থাকতে থাকতেই এই কাজ শেষ করতে হবে ৷ না হলে এর গুরুত্ব থাকবে না ৷ এই বিষয়টি সহজ করে বোঝাতে তিনি চাণক্যর একটি শ্লোকও আওড়ান ৷ পরে বোঝাতে গিয়ে বলেন, ‘‘সঠিক সময় সঠিক কাজ না করলে সময় ওই কাজের সাফল্যকে শেষ করে দেয় ৷’’

তাই সময়মতো রাষ্ট্রসঙ্ঘের শক্তি ফিরিয়ে আনার কাজ করতে হবে ৷ এর জন্য নির্ভয়ে কাজ করার আহ্বান জানান তিনি ৷ তুলে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দু’টি লাইনও ৷

আরও পড়ুন : Sneha Dubey : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা করে ট্রেন্ডিং স্নেহা দুবে

একই সঙ্গে নাম না করে চিনকেও বার্তা দেন তিনি ৷ তিনি জানান, সমুদ্রকে ব্যবহার করতে হবে ৷ অপব্যবহার করা চলবে না ৷ সমুদ্র আন্তর্জাতিক বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ অংশ ৷ সেটা সুষ্ঠুভাবে চলতে দিতে হবে ৷ এই নিয়ে সারা বিশ্বকে এক হতে হবে ৷

প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরে বাণিজ্যপথে বাধা দেওয়ার অভিযোগ উঠছে চিনের বিরুদ্ধে ৷ তাছাড়া বিভিন্ন দেশের জলসীমায় বারবার লাল ফৌজ ঢুকে পড়ছে বলেও অভিযোগ ৷ সেই কারণেই ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড তৈরি করেছে ৷

আরও পড়ুন : India-US : ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে সীমান্তপারের সন্ত্রাসের সমালোচনা

এবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকেই চিনকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ এর আগে গতমাসে অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে গিয়েও তিনি একই কথা বলেছিলেন ৷ মেরিটাইম নিরাপত্তার দাবি তুলেছিলেন ৷ এদিনও সেই প্রসঙ্গ ফের তুলেছেন নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.