ETV Bharat / bharat

Krishna Ella : ডেল্টার দৌরাত্ম্যের সময় ট্রায়াল হলে ছাড়পত্র পেত না ফাইজার-মডার্না : কৃষ্ণ এল্লা

author img

By

Published : Sep 2, 2021, 1:01 PM IST

Pfizer and Moderna vaccines wouldn't have got nod had they done phase 3 trials in 2nd wave, claimed Krishna Ella
ডেল্টার দৌরাত্ম্যের সময় ট্রায়াল হলে ছাড়পত্র পেত না ফাইজার-মডার্না: কৃষ্ণ এল্লা

দেশে যখন করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেইনের (Delta variant) দৌরাত্ম্য চলছিল, অর্থাৎ দ্বিতীয় ঢেউয়ের সময়ে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল হলে ছাড়পত্র পেত না ফাইজার (Pfizer) ও মডার্না (Moderna) ৷ এমনই মন্তব্য করলেন কোভ্যাকসিন প্রস্তুতকারক ভারত বায়োটেকের (Bharat Biotech) চেয়ারম্যান কৃষ্ণ এল্লা (Krishna Ella)৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর : ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta variant) দৌরাত্ম্যে করোনা ভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউ (2nd Wave) যখন দেশে আছড়ে পড়েছিল, তখন আমেরিকার টিকা ফাইজার (Pfizer) ও মডার্না (Moderna) তাদের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল (Phase 3 Trials) চালালে তারা কিছুতেই ছাড়পত্র পেত না ৷ এমনই মন্তব্য করলেন ভারত বায়োটেকের (Bharat Biotech) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা (Krishna Ella)৷ চিনে প্রথম শনাক্ত হওয়া ভাইরাসের প্রকৃত যে স্ট্রেইন, তা প্রতিরোধে তাঁর কোম্পানির টিকা কোভ্যাকসিন (Covaxin) 85 শতাংশ কার্যকর বলেও দাবি করেছেন তিনি ৷

বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীনে থাকা টেকনোলজি ডেভলপমেন্ট বোর্ড আয়োজিত একটি ইভেন্টে এল্লা বলেছেন, "সততার সঙ্গে একটা কথা বলছি ৷ দ্বিতীয় ঢেউ চলাকালীন যদি ফাইজার ও মডার্না তাদের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল চালাত, তাহলে তারা তাদের টিকার জন্য অনুমোদন পেত না ৷" তাঁর আরও দাবি, "যখন তারা (ফাইজার ও মডার্না) লাইসেন্স পেয়েছে, তখন উহানের স্ট্রেইনের আধিপত্য চলছে ৷ ফলে তারা 90 শতাংশ কার্যকর হয়েছে ৷ তবে এখন সেই একই টিকা ইজরায়েলে মাত্র 35 শতাংশ ক্ষেত্রে কার্যকর হচ্ছে ৷"

আরও পড়ুন: Krishna Ella: কোভিড সংকটে মানুষের পাশে ভারত বায়োটেকের চেয়ারম্যান, দান কোভ্যাকসিনের ডোজ

সার্স-কভ2-এর প্রাথমিক স্ট্রেইনের থেকে ডেল্টা ভ্য়ারিয়েন্ট অনেক বেশি ক্ষতিকর বলে মত কৃষ্ণ এল্লার ৷ তাঁর কথায়, "আমরা সৌভাগ্যবান যে, দ্বিতীয় ঢেউয়ে আমরা প্রায় 77 শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়েছি ৷ তবে ডেল্টা ছাড়া উহান স্ট্রেইনের ক্ষেত্রে আমরা 85 শতাংশ কার্যকর হয়েছি ৷"

আরও পড়ুন: Corona in India : দেশে সংক্রমণ বেড়ে 47 হাজারে, একদিনে কেরালায় প্রায় 33 হাজার ছুঁইছুঁই

দেশে যে তিনটি করোনা টিকা দেওয়া হচ্ছে তার মধ্যে কোভ্য়াকসিন অন্যতম ৷ এ ছাড়াও চলছে কোভিশিল্ড ও স্পুটনিকের টিকাকরণ ৷ দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য মডার্না ও জনসন অ্যান্ড জনসনকেও ছাড়পত্র দিয়েছে ৷

আরও পড়ুন : West Bengal Corona Update : বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ; উদ্বেগ বাড়াল কলকাতা, উত্তর 24 পরগনা

এ দিকে, আজ ফের বাড়ে করোনার দৈনিক সংক্রমণ ৷ একদিনে প্রায় পাঁচ হাজার বেড়ে সংক্রমিত হয়েছেন 47 হাজারেরও বেশি মানুষ ৷ সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 509 জনের ৷ ওনামের পর থেকেই কেরালায় উর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু ৷ একদিনে কেরালাতেই সংক্রমিত হয়েছেন 32 হাজার 803 ৷ গতকাল কেরালায় করোনায় মৃত্যু হয়েছে 173 জনের ৷ গত 24 ঘণ্টায় দেশে 81 লাখ 9 হাজার 244টি টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 66 কোটি 30 লাখ 37 হাজার 334 টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: CM Mamata Banerjee: রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.