ETV Bharat / bharat

Nupur Sharma: নূপুর শর্মাকে খুনের ছক ! রাজস্থানে গ্রেফতার পাকিস্তানের নাগরিক

author img

By

Published : Jul 19, 2022, 2:10 PM IST

Updated : Jul 19, 2022, 2:35 PM IST

Pakistan National to kill Nupur Sharma
ভারত-পাকিস্তান সীমান্ত

নূপুর শর্মাকে নিয়ে বিতর্ক চলছে ৷ এমনকী তার রেশ প্রতিবেশী দেশেও পৌঁছেছে ৷ অভিযোগ প্রাক্তন বিজেপি মুখপাত্রকে হত্যা করার পরিকল্পনা ছিল এক পাকিস্তান নাগরিকের (Nupur Sharma Murder) ৷

নয়াদিল্লি, 19 জুলাই: প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে হত্যার উদ্দেশ্যে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকেছিল এক ব্যক্তি ৷ এমনটাই অভিযোগ পাকিস্তান নাগরিকটির বিরুদ্ধে ৷ তাকে রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে গ্রেফতার করা হয়েছে ৷ ইন্টালিজেন্স ব্যুরো এবং অন্য গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল অভিযান চালিয়ে পাকিস্তানি নাগরিককে হাতেনাতে ধরে (Pak national crossed over India allegedly to kill Nupur Sharma held in Rajasthan) ৷

বিএফএফ-এর এক উচ্চাধিকারিক জানিয়েছেন, 16 জুলাই বেলা 11টা নাগাদ হিন্দমালকোট বর্ডার আউটপোস্টের কাছে তাকে ধরা হয় ৷ সেখানে সীমান্তরক্ষী বাহিনীর যে জওয়ানর কর্তব্যরত ছিলেন, তাঁদের কাছে ওই ব্যক্তির আচার-আচরণ সন্দেহজনক ঠেকে ৷ তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয় ৷

উচ্চাধিকারিক বলেন, "আমরা একটি 11 ইঞ্চি লম্বা ছুরি, ধর্মীয় গ্রন্থ, জামাকাপড়, খাবার এবং একটি বালি ভর্তি ব্যাগ পাওয়া গিয়েছে ৷ তার নাম রিজওয়ান আশরফ ৷ পাকিস্তানের উত্তর পঞ্জাবের মাণ্ডি বাহাউদ্দিন শহরের বাসিন্দা সে ৷"

আরও পড়ুন: এবার বিহার, নূপুর শর্মার প্রোফাইল দেখায় কোপানো হল যুবককে

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দেহভাজন নিজেই স্বীকার করেছে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে খুন করতেই সে সীমান্ত টপকে এদেশে ঢুকেছিল ৷ তার পরিকল্পনা রূপায়নের আগে আজমের দরগায় যাওয়ার ইচ্ছে ছিল রিজওয়ানের ৷

বিএসএফ আধিকারিক বলেন, "বিস্তারিত তদন্তের জন্য আমরা তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছি৷ তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়েছে এবং 8 জনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে৷ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাকে তার বিষয়টি জানানো হয়েছে ৷"

আইবি (Intelligence Bureau), র (RAW) এবং সামরিক গোয়েন্দা (Military Intelligence) বিভাগের আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করছে ৷

Last Updated :Jul 19, 2022, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.