ETV Bharat / bharat

Kanjhawala Hit and Drag Case: অঞ্জলির মত্যুতে ঘাতক গাড়ির মালিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ

author img

By

Published : Jan 6, 2023, 1:03 PM IST

বর্ষবরণের রাতে দিল্লির কানঝাওয়ালাতে অঞ্জলি নামে এক তরুণীকে গাড়ির চাকায় টেনে নিয়ে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ (Kanjhawala Hit and Drag Case) ৷ শুক্রবার পুলিশ গাড়ির মালিককে গ্রেফতার করেছে ৷ এই নিয়ে 6 জন গ্রেফতার হল এই ঘটনায় ৷

Kanjhawala Hit and Drag Case
Kanjhawala Hit and Drag Case

নয়াদিল্লি, 6 জানুয়ারি: বর্ষবরণের রাতে দিল্লিতে অঞ্জলি নামে এক তরুণীকে গাড়ির চাকায় টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে (Kanjhawala Hit and Drag Case) ৷ ঘাতক গাড়ির মালিককে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে ৷ দিল্লির কানঝাওয়ালাতে ওই গাড়িটি অঞ্জলিকে প্রায় 12 কিলোমিটার টেনে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার পুলিশের তরফে ষষ্ঠ অভিযুক্ত আশুতোষের পরিচয় প্রকাশ্যে আনা হয় ৷ তাছাড়া জানানো হয় যে এই ঘটনায় জড়িত রয়েছে আরও দু’জন ৷

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সিপি (আইনশৃঙ্খলা) প্রীত হুডা জানান, সুলতানপুরীর এই ঘটনায় ষষ্ঠ অভিযুক্ত আশুতোষকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে ৷ এই ঘটনায় আরও তদন্ত চলছে ৷ এর আগে পুলিশ এই মামলায় দীপক খান্না (26), অমিত খান্না (25), কৃষাণ (27), মিঠুন (26) এবং মনোজ মিত্তালকে গ্রেফতার করে । এছাড়া পুলিশ অঙ্কুশ খান্না নামে আরও একজনের সন্ধানে রয়েছে ৷ যিনি পাঁচ অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ । পুলিশ জানিয়েছে, গাড়ির মালিকের পাশাপাশি অঙ্কুশ প্রমাণের লোপাটের চেষ্টা করে ৷

দিল্লি পুলিশ জানিয়েছে যে তারা গত 29 থেকে 31 ডিসেম্বরের মধ্যে অঞ্জলি এবং নিধির মধ্যে 25 টিরও বেশি কলের আদান-প্রদানের বিষয়টি খতিয়ে দেখছে ৷ অভিযুক্তদের দেওয়া বয়ান যথাযথ নয় বলে মনে করছে পুলিশ ৷ দিল্লি পুলিশের ওই আধিকারিক প্রীত হুডা জানান, বিভিন্ন জায়গা থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ থেকে পুরো ঘটনাকে জোড়া এখনও সম্ভব হয়নি ৷ পরে আরও তথ্য জানতে অভিযুক্তদের নারকো টেস্টের অনুমতি চাওয়া হতে পারে ৷

এদিকে, বৃহস্পতিবার দিল্লির একটি আদালত মামলার পাঁচ অভিযুক্তকে চারদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে । অভিযুক্তরা যে 13 কিলোমিটার রাস্তা সেই রাতে দু’ঘণ্টা ধরে গিয়েছিল, সেই প্রমাণই এখন খুঁজছে পুলিশ ৷

বছর 20-র অঞ্জলি বর্ষবরণের অনুষ্ঠানে (New Year Celebration) যোগ দিতে একটি হোটেলে গিয়েছিলেন ৷ 2023 শুরু হওয়ার কিছুক্ষণ পর এক বন্ধুর সেখান থেকে বের হন ৷ তার পর স্কুটিতে রওনা দেন ৷ কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ির সঙ্গে তাঁর স্কুটির ধাক্কা লাগে ৷ তিনি স্কুটি-সহ গাড়ির নিচে আটকে পড়েন ৷ তাঁকে প্রায় 12 কিমি ঘাতক গাড়ির নিচে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ৷ তার জেরেই অঞ্জলির মৃত্যু হয় ৷ তদন্তে পুলিশ জানতে পারে যে চালক মদ্যপ ছিল ৷

আরও পড়ুন: তরুণীকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গাড়ি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.