ETV Bharat / bharat

Asaduddin Owaisi: গাজায় ত্রাণ পাঠাতে ও যুদ্ধবিরতি ঘোষণায় উদ্যোগী হোক ভারত, মোদির কাছে আবেদন ওয়াইসি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 2:38 PM IST

Updated : Oct 24, 2023, 6:52 PM IST

Owaisi appeals to PM Modi: গাজায় ইজরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ করল এআইএমআইএম ৷ সেই সভা থেকে আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গাজায় ত্রাণ পৌঁছে দিতে ও যুদ্ধবিরতি ঘোষণার জন্য উদ্য়োগী হতে আবেদন করেছেন ৷

Asaduddin Owaisi
Asaduddin Owaisi

হায়দরাবাদ, 24 অক্টোবর: গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য মানবিক করিডর তৈরি এবং যুদ্ধবিরতি ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্যোগ নেওয়ার আবেদন করেছেন এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি ৷ হায়দরাবাদে ‘প্যালেস্তাইনে ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে’ এক জনসভার আয়োজন করা হয় এআইএমআইএম-এর সদর দফতরে ৷ সেই জনসভার পর এক সাংবাদিক বৈঠকে তিনি এই কথা বলেন ৷

প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস গত 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে রকেট হামলা করে । নজিরবিহীন হামলার ফলে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী পালটা হামলা চালায় ৷ এই নিয়ে ওই সাংবাদিক বৈঠকে ভারতের তরফে গাজায় ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে জিজ্ঞাসা করা হয় ওয়াইসিকে ৷

তখন তিনি বলেন, "ভারত সাহায্য পাঠাচ্ছে । কিন্তু, ইজরায়েল বলছে আমরা অনুমতি দেব না । আমরা মিশরের রাফাহ হয়ে গাজায় সাহায্য পাঠানোর কথা বলছি । আমাদের বিমান চলে গিয়েছে । আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি জানাই যে প্রথমে সেখানে যুদ্ধবিরতি করা হোক । গাজায় একটি যুদ্ধবিরতি করা হোক এবং সেখানে একটি মানবিক করিডোর খোলা হোক ৷”

তিনি জানান, গাজায় 50 হাজার গর্ভবতী মহিলা ৷ এদিকে হাসপাতালে বিদ্যুৎ, অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না । তাই তিনি বলেন, ‘‘গাজায় হামলার নিন্দা করা উচিত । গাজায় ইজরাইল, যা করছে তা ‘গণহত্যা’ ।

ওয়াইসি বলেন, "দেশের প্রধানমন্ত্রীর জি20-এর প্রধান হিসেবে একটি অতিরিক্ত দায়িত্ব রয়েছে যে তিনি একটি যুদ্ধবিরতি ঘোষণার বিষয়টি নিয়ে উদ্যোগ নিন এবং সেখানে একটি মানবিক করিডর খুলে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে ফিলিস্তিনিরা ত্রাণ পেতে পারেন ও তাঁদের জীবন রক্ষা করা যায় ।"

ওই জনসভা থেকে গাজায় ইজরায়েলের উপর হামলা নিয়ে প্রতিবাদ করা হয় ৷ এই নিয়ে রেজোলিউশন পাশ করানো হয় ৷ পাশাপাশি ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ভারতের কিছু রাজ্যে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় ৷

আরও পড়ুন: পড়ে থাকা লাশকেও গুলি হামাসের, ইজরায়েলে জঙ্গি হামলার স্বীকারোক্তির হাড়হিম ভিডিয়ো

Last Updated : Oct 24, 2023, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.