ETV Bharat / bharat

মোদি সরকারের বিমা বিল ত্রুটিপূর্ণ, অভিযোগ বিরোধীদের

author img

By

Published : Mar 19, 2021, 8:56 PM IST

রাজ্যসভায় বিমা (সংশোধনী) বিল 2021 পাস করিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ওই বিলে বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই-এর ছাড়পত্র 74 শতাংশ করে দেওয়া হয়েছে ৷ শুক্রবার ওই বিলকে ত্রুটিপূর্ণ বলে দাবি করল বিরোধীরা ৷ বিরোধীদের দাবি, এই বিলকে সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাতে হবে ৷

মোদি সরকারের বিমা বিল ত্রুটিপূর্ণ, অভিযোগ বিরোধীদের
মোদি সরকারের বিমা বিল ত্রুটিপূর্ণ, অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি, 19 মার্চ : রাজ্যসভায় বিমা (সংশোধনী) বিল 2021 পাস করিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ওই বিলে বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই-এর ছাড়পত্র 74 শতাংশ করে দেওয়া হয়েছে ৷ ওই বিল বৃহস্পতিবার রাজ্যসভায় পাস হয় ৷ তার পর আজ, শুক্রবার ওই বিলকে ত্রুটিপূর্ণ বলে দাবি করল বিরোধীরা ৷ বিরোধীদের দাবি, এই বিলকে সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাতে হবে ৷ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের দাবি, সরকার বিমা ক্ষেত্রে বিদেশিদের মালিকানা দেওয়ার ও নিয়ন্ত্রণের অধিকার দিচ্ছে এই বিলের মাধ্যমে ৷

তিনি কেন্দ্রের মোদি সরকারকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করেন ৷ মোদি সরকারকে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি বলেও কটাক্ষ করেন ৷ তাঁর দাবি, গুজরাট থেকে এসে সব কিছু বেসরকারিকরণ করতে চাইছে মোদি সরকার ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ যে এই দেশে জাতিগত সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার ৷

আরও পড়ুন : বিজেপির জয়ে বঙ্গে শুরু হবে উন্নয়নের নতুন যুগ : মোদি

যদিও বৃহস্পতিবার এই বিল সংসদের উচ্চকক্ষে পেশ করার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান যে বিমা সংস্থাগুলিতে বিদেশি বিনিয়োগের ফলে মূলধন বৃদ্ধি পাবে ৷ এর ফলে বিমার সুবিধা এই দেশে আরও বেশি করে দেওয়া যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.