ETV Bharat / bharat

Karnataka Assembly: কর্ণাটক বিধানসভায় হট্টগোল, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনল জেডিএস

author img

By

Published : Jul 19, 2023, 8:07 PM IST

Updated : Jul 19, 2023, 8:44 PM IST

এদিন বিধানসভার অধ্যক্ষের চেয়ারের প্রতি অসম্মান দেখানোর অভিযোগে অধিবেশন থেকে 10 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার নির্দেশ দেন স্পিকার ইউটি খাদের। কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ ইউ টি খাদেরের বিরুদ্ধে বুধবার কর্ণাটক বিধানসভার সচিবের কাছে অনাস্থা নোটিশও দিয়েছেন বিজেপি এবং জেডিএস-এর বিধায়করা।

Etv Bharat
কর্ণাটক বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা

কর্ণাটক বিধানসভায় হট্টগোল

বেঙ্গালুরু, 19 জুলাই: কর্ণাটক বিধানসভায় তুমুল হট্টগোল ৷ অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সুর চড়াল বিজেপি এবং জেডিএস ৷ অধ্যক্ষ ইউটি খাদেরের বিরুদ্ধে বুধবার বিধানসভা সচিবের কাছে অনাস্থা নোটিশও দিয়েছেন বিজেপি এবং জেডিএস বিধায়করা। একইসঙ্গে, অনাস্থা নোটিশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং এইচ ডি কুমারস্বামী-সহ বিজেপি এবং জেডিএস বিধায়করা যৌথভাবে স্বাক্ষর করেছেন বলেও জানা গিয়েছে।

এদিন বিধানসভার অধ্যক্ষের চেয়ারের প্রতি অসম্মান দেখানোর অভিযোগে বিধানসভা অধিবেশন থেকে 10 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন স্পিকার ইউটি খাদের। স্পিকারের এই নির্দেশের বিরুদ্ধেই আরও জোড়ালভাবে প্রতিবাদ দেখাতে গেলে বেশ কয়েকজন বিধায়ককে রীতিমতো চ্যাংদোলা করে বিধানসভা থেকে নিরাপত্তাকর্মীরা বের করে দেয় বলেও অভিযোগ ওঠে ৷ বিজেপির অভিযোগ, বিধানসভার অন্দরে প্রতিবাদ দেখানোর সময় বিক্ষুব্ধ বিজেপি সদস্যদের মার্শালরা তুলে নিয়ে বাইরে বের করে দেয় ৷ যার জেরেই এবার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপি এবং জেডিএস ৷

মার্শালরা এদিন যখন বিজেপি বিধায়কদের তুলে নিয়ে যায় তখন বিজেপি বিধায়ক বসনাগৌড়া পাটিল ইয়াটনাল অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ উঠেছে ৷ যদিও দ্রুত তাঁকে স্ট্রেচারে করে হাসপাতালের উদ্দেশে মার্শালরা পাঠায় বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিরোধীদের তরফে অধ্যক্ষের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে লেখা হয়েছএ, "স্পিকার কর্ণাটক বিধানসভার সমস্ত সদস্যদের দ্বারা নির্বাচিত হয়েছেন ৷ কিন্তু তিনি বিধানসভার আস্থা হারিয়েছেন ৷ তাঁকে পদ থেকে অপসারণ করার জন্য, আমরা বিধানসভার কার্যপ্রণালীর নিয়মের 169 বিধি অনুসারে প্রস্তাবটি গ্রহণের জন্য অনুরোধ করছি ৷"

অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের সম্মিলিত এই পদক্ষেপ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ৷ বিশেষত যখন একদিন আগেই বেঙ্গালুরুতে অবিজেপি বিরোধী জোটের বৈঠক হয়েছে ৷ সেখানে এদিনই বিধানসভায় তুমুল বিশৃঙ্খল এবং অশান্তির দৃশ্য ধরা পড়েছে ৷ দেখা গিয়েছে, বিক্ষুব্ধ বিজেপি বিধায়করা কাগজপত্র ছিঁড়ে ফেলেন ৷ বিল এবং এজেন্ডার অনুলিপি ছিঁড়ে ডেপুটি স্পিকার রুদ্রপ্পা লামানির দিকে ছুঁড়ে ফেলার অভিযোগও উঠেছে ৷ এমনকী ডাপুটি স্পিকারকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ৷ উল্লেখযোগ্যভাবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে কুমারস্বামীর দল জেডিএসকেও ৷

আরও পড়ুন: জঙ্গিদের নিশানায় ছিল বিরোধী জোটের বৈঠক, সিদ্দারামাইয়াকে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিন মার্শালদের দ্বারা বিধায়কদের বের করে দেওয়ার পর বিজেপি সদস্যরা বিধানসভার কেঙ্গাল গেটের কাছে বিক্ষোভ দেখান। কংগ্রেসের প্রতারণাকে সামনে রেখে বিজেপি বিধায়করা স্লোগানও দেন ৷ জেডিএস এবং বিজেপির বিক্ষোভকে সমর্থন করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী, প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্না-সহ জেডিএস বিধায়করাও বিজেপি বিধায়কদের এই বিক্ষোভকে সমর্থনও করেন।

Last Updated : Jul 19, 2023, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.