ETV Bharat / bharat

আজ যন্তরমন্তরের সামনে ধরনায় নেতৃত্ব দেবেন অমরিন্দর সিং

author img

By

Published : Nov 4, 2020, 11:52 AM IST

অমরিন্দর সিং বলেন , কৃষকরা তাদের অবরোধ প্রত্যাহারের পরও রেল পণ্যবাহী ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে । পঞ্জাবে কয়লা, ইউরিয়া, DAP এবং অন্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ বন্ধ করে দিয়েছে ।

Amrinder Singh
অমরিন্দর সিং

দিল্লি, 4 নভেম্বর : আজ যন্তরমন্তরের সামনে কংগ্রেস বিধায়কদের প্রতীকী ধরনায় নেতৃত্ব দেবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং । বেলা 12টায় প্রথমে রাজঘাটে মহত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা জানাবেন । তারপর যন্তরমন্তরে পৌঁছাবেন ।

এর আগে পণ্যবাহী ট্রেন চালাতে অস্বীকার করেছিল কেন্দ্র । তাদের অভিযোগ ছিল, কৃষকদের বিক্ষোভের জন্য তারা পণ্যবাহী ট্রেন চালাতে পারছে না । এই অভিযোগের মধ্যে রাজ্যে "বিদ্যুৎ সংকট ও গুরুতর প্রয়োজনীয় জিনিসের সরবরাহ" পরিস্থিতিকে তুলে ধরতে ধরনায় বসছেন অমরিন্দর সিং । তিনি বলেন , কৃষকরা তাদের অবরোধ প্রত্যাহারের পরও রেল পণ্যবাহী ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে । পঞ্জাবে কয়লা, ইউরিয়া, DAP এবং অন্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ বন্ধ করে দিয়েছে ।

এই সব জিনিসের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর বিদ্যুতের সংকট তৈরি হয়েছে । বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে গেছে । পাশাপাশি কৃষি ও শাকসবজির সরবরাহ কমে গেছে । অমরিন্দর সিং বলেন, রাজ্যের এই সংকটের পরিস্থিতি কেন্দ্রের নজরে আনার জন্য তিনি একটি "প্রতীকী ধরনা" করার সিদ্ধান্ত নিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.