ETV Bharat / bharat

No relief For Tejashwi Yadav: তেজস্বীর আর্জি খারিজ করে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের

author img

By

Published : Mar 16, 2023, 1:29 PM IST

Tejashwi Yadav
Tejashwi Yadav

দিল্লি হাইকোর্টের (Delhi High Court) নির্দেশে স্বস্তি পেলেন না বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav) । আদালত তাঁর যুক্তি খারিজ করে দিয়েছে । আদালতের নির্দেশে তাঁকে এখন সিবিআইয়ের সামনে হাজির হতেই হবে ।

পটনা (বিহার), 16 মার্চ: জমির বদলে চাকরি দুর্নীতি (Land For Job Scam) মামলায় বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে জেরা করতে চায় সিবিআ (CBI) ৷ সেই কারণে তাঁকে দিল্লিতে সিবিআইয়ের দফতের হাজির হওয়ার জন্য নোটিশও দেওয়া হয়েছে ৷ কিন্তু সেই নোটিশ বাতিল করার আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তেজস্বী ৷ তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত (No relief For Tejashwi Yadav) ৷

একই সঙ্গে আদালত জানিয়েছে যে আগামী 25 মার্চ তেজস্বীকে সিবিআইয়ের দফতরে হাজির হতেই হবে ৷ ফলে আদালতের এই নির্দেশের পর আগামী 25 মার্চ সকাল সাড়ে 10টা নাগাদ সিবিআই অফিসে লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পুত্র হাজির হবেন বলে মনে করা হচ্ছে ৷

সিবিআইয়ের বিরুদ্ধে তেজস্বীর তরফে আদালতে জানানো হয় যে ওই নোটিশ সিআরপিসি আইনের 160 নম্বর ধারাকে লঙ্ঘন করে দেওয়া হয়েছে ৷ তাঁকে হয়রানি করার উদ্দেশ্য নিয়েই ওই নোটিশ দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ ছিল ৷ কিন্তু সেই অভিযোগ যে আদালত যুক্তিগ্রাহ্য মনে করেনি, তা দিল্লি হাইকোর্টের নির্দেশেই স্পষ্ট ৷ তবে এদিন আদালত আরও জানিয়েছে, যেদিব তেজস্বী সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন, সেদিন তাঁকে গ্রেফতার করা যাবে না ৷

  • Tejashwi Yadav will appear before CBI on March 25: Tejashwi Yadav's lawyer

    CBI has summoned Bihar Dy CM Tejashwi Yadav in connection with lands-for-jobs scam

    — ANI (@ANI) March 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তেজস্বী কতবার সিবিআই সমন পেয়েছেন: রেলে চাকরির বিনিময়ে জমি মামলায় সিবিআই তিনবার সমন পাঠিয়েছিল তেজস্বীকে ৷ প্রথম সমনে তাঁকে 4 মার্চ হাজির হতে বলা হয় ৷ না যাওয়ায় তাঁকে 11 মার্চ হাজির হতে বলে সিবিআই ৷ সেদিনও তিনি যাননি ৷ তখন তৃতীয় নোটিশে তাঁকে 14 মার্চ হাজির হতে বলা হয় ৷ তেজস্বীর স্ত্রী অন্তঃসত্ত্বা ৷ সেই বিষয়টি উল্লেখ করে গত 14 তারিখও তিনি হাজিরা এড়ান ৷

ইতিমধ্যে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু বৃহস্পতিবার সেখানে তিনি স্বস্তি পেলেন না ৷ বরং তাঁর সিবিআইয়ের কাছে হাজিরা বাধ্যতামূলক হয়ে গেল ৷ এদিকে একই মামলায় দিল্লির বিশেষ আদালত বুধবার লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ও তাঁদের মেয়ে মিসা ভারতীকে জামিন দিয়েছে ।

সম্প্রতি ইডিও অভিযান চালিয়েছে: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লালুর পরিবার ও তাদের ঘনিষ্ঠজন এবং দিল্লিতে তেজস্বীর বাংলো-সহ 24টি জায়গায় ইতিমধ্যে অভিযান চালিয়েছে । অভিযানের সময় ইডি 1 কোটি টাকা নগদ, 2 কেজি সোনার পাশাপাশি বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 600 কোটি টাকার বেনামি লেনদেনের কথাও জানিয়েছে ।

সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করেছে: গত 6 মার্চ পটনায় সিবিআই রাবড়ি দেবীকে তাঁর বাসভবনে প্রায় 4 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে । দিল্লিতে লালু প্রসাদ যাদবকেও প্রায় 4 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় । সিবিআই তেজস্বী যাদবকে তিনবার তলবও করেছে ৷ কিন্তু তিনি আসেননি ।

চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারি: 2004 থেকে 2009 সালের মধ্যে রেলমন্ত্রী থাককালীন লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে । সিবিআই 2022 সালের 10 অক্টোবর এই মামলায় একটি চার্জশিট দাখিল করে ৷ ওই চার্জশিটে লালু ও তাঁর ওএসডি ভোলা যাদব-সহ 15 জনের নাম উল্লেখ করা হয় ।

আরও পড়ুন: চাকরির জন্য জমি নিয়ে দুর্নীতির মামলায় লালু-রাবড়িদের জামিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.