Lalu-Rabri Granted Bail: চাকরির জন্য জমি নিয়ে দুর্নীতির মামলায় লালু-রাবড়িদের জামিন

author img

By

Published : Mar 15, 2023, 2:48 PM IST

Lalu-Rabri Granted Bail

চাকরির জন্য জমি নিয়ে দুর্নীতির মামলায় অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী-সহ পরিবারের অনেকে ৷ দিল্লির বিশেষ আদালত এই মামলায় বুধবার তাঁদের জামিন মঞ্জুর করেছে (Lalu Yadav gratned bail in land for job scam case) ৷

নয়াদিল্লি, 15 মার্চ: চাকরির জন্য জমি কেলেঙ্কারি মামলায় দিল্লির বিশেষ আদালত বুধবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, তাদের মেয়ে মিসা ভারতী ও অন্য অভিযুক্তদেরও জামিন মঞ্জুর করেছে (Yadavs granted bail in land for job scam case) । বিশেষ আদালত উল্লেখ করেছে যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এই মামলার তদন্তে ইতিমধ্যেই কোনও গ্রেফতার ছাড়াই চার্জশিট দাখিল করেছে ।

আদালত প্রত্যেক অভিযুক্তকে 50 হাজার টাকার ব্যক্তিগত জামিন বন্ড ও একই পরিমাণ সিওরিটি মানি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে লালু প্রসাদ যাদবের । বিদেশ থেকে তিনি ওই অস্ত্রোপচার করিয়ে এসেছেন ৷ আপাতত হুইল চেয়ারেও চলাচল করেন 74 বছর বয়সী ওই নেতা ৷ সেই অবস্থাতেই বুধবার সকাল 10টায় আরজেডি সুপ্রিমো আদালত চত্বরে এসেছিলেন ।

এর আগে 27 ফেব্রুয়ারি দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত লালু প্রসাদ যাদবের পরিবারের সংশ্লিষ্ট সদস্য়রা-সহ অভিযুক্ত ব্যক্তিদের তলব করে । তাঁদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের 15 মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন । এদিন সকাল 11টা নাগাদ সিবিআইয়ের মামলায় শুনানির জন্য বিশেষ বিচারকের সামনে হাজির হন ।

তদন্তকারী সংস্থা মামলায় চার্জশিট দাখিল করেছে সেই কথা উল্লেখ করে আদালত তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করে । লালু রেলমন্ত্রী থাকাকালীন 2004 থেকে 2009 সালের মধ্যে রেলে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে একযোগে তদন্ত করছে সিবিআই ও ইডি ।

চাকরির জন্য জমি কেলেঙ্কারি কি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে যে রেলের গ্রুপ ডি কর্মীদের বিকল্প পদে চাকরির বিনিময়ে নামমাত্র মূল্যে জমি নিয়েছিলেন লালু ও তাঁর সঙ্গীরা (land for job scam case) । সিবিআই অভিযোগ করেছে যে তাই ওই ক্ষেত্রে শূন্যপদে নিয়োগের জন্য রেলের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি । সিবিআই চার্জশিটে জানিয়েছে যে এই নিয়োগের জন্য ভারতীয় রেলের নিয়ম লঙ্ঘন করা হয়েছে ।

আরও পড়ুন: গর্ভবতী পুত্রবধূকে 15 ঘণ্টা বসিয়ে রেখেছে ইডি, অভিযোগ লালুর; পাশে খাড়গে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.