ETV Bharat / bharat

Army on Gaya Mortar Shell Incident: গয়ায় কোনও মর্টার শেল ছোড়া হয়নি বুধবার, দাবি সেনাবাহিনীর

author img

By

Published : Mar 9, 2023, 4:35 PM IST

Army on Gaya Mortar Shell Incident
Army on Gaya Mortar Shell Incident

বিহারের গয়া জেলার একটি গ্রামে সেনার ছোড়া মর্টারে তিনজনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে (Gaya Mortar Shell Incident) ৷ স্থানীয় ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছিল ৷ তবে সেনার তরফে এই ধরনের মর্টার ছোড়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

পটনা (বিহার), 9 মার্চ: ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে যে বিহারের গয়া জেলার প্রশিক্ষণ রেঞ্জে কোনও মর্টার শেল ছোড়া হয়নি ৷ যদিও বুধবার অভিযোগ উঠেছিল যে সেনাবাহিনীর ছোড়ো মর্টারেই স্থানীয় একটি গ্রামের তিনজন বাসিন্দার মৃত্যু হয় ৷

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিকের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, গয়ার দেউরি ডুমরি ফায়ারিং রেঞ্জ থেকে প্রশিক্ষণের সময় স্থানীয় পুলিশ ও প্রশাসনের থেকে অনুমতি নেওয়া হয় ৷ কারণ, যাতে কোনও সাধারণ নাগরিকের মৃত্যু না হয় ৷ কিন্তু 8 মার্চ যে সময় তিনজন গ্রামবাসীর মৃত্যু হয়, সেই সময় সেনার তরফে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছ থেকে মর্টার ছোড়ার জন্য কোনোরকম অনুমতি চাওয়া হয়নি (Indian Army on Gaya Mortar Shell Incident) ৷

বিবৃতিতে বিস্ফোরণের প্রভাবে ঘটনাস্থলে তৈরি হওয়া একটি গর্তের ছবি ও সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে ৷ লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়ার একটি অংশ ওই ছবিতে থাকা একটি বৃত্তাকার গর্ত দেখাচ্ছে ৷ দাবি করছে যে মর্টারের জন্যই ওই গর্ত হয়েছে ৷ কিন্তু মর্টার ছোড়া হলে ওই ধরনের গর্ত হয় না ৷ ভারতীয় সেনার সন্দেহ, কোনও মর্টার শেল বিস্ফোরণ থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷ সাধারণত মর্টার শেলের ভিতরে থাকা উপকরণ বের করার চেষ্টা করলে এই ধরনের বিস্ফোরণের সম্ভাবনা থাকে বলে সেনার তরফে জানানো হয়েছে ৷

বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনার তরফে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনকে সব ধরনের সহায়তা করা হচ্ছে ৷ পাশাপাশি সেনার তরফে জানানো হয়েছে যে ফায়ারিং রেঞ্জের মধ্যে বেআইনিভাবে ঢুকে পড়ে সেখান থেকে ফেলে দেওয়া সামগ্রী সংগ্রহ করা যে কতটা বিপজ্জনক, তা এই দুর্ঘটনা থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে ৷ সেনার তরফে এই ধরনের কাজ না করার জন্য স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ অন্যদিকে গয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সবদিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে ৷

প্রসঙ্গত, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছিল গয়ার গুলার বেদ গ্রামে৷ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় ৷ আহত হন অনেকে ৷ তাঁরা একই পরিবারের সদস্য ৷ স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন: সেনাছাউনি থেকে কামানের গোলা পড়ল গ্রামে, মৃত্যু হল হোলিতে মত্ত তিন গ্রামবাসীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.