ETV Bharat / bharat

Nitin Gadkari Raised National Flag: নজরদারির জন্য বিশেষ প্রযুক্তি নির্ভর দেশের সবচেয়ে উঁচু তেরঙা তুললেন মন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 3:33 PM IST

দেশের সবচেয়ে উঁচু তেরঙা তোলা হল আটারি সীমান্তে ৷ এই তেরঙা সীমান্তে ভারতীয় সেনাদের বিশেষ নজরদারিতে সাহায্য করবে ৷ গোল্ডেন গেটের সামনে বসানো এই তেরঙার উচ্চতা 418 ফুট ৷

Etv Bharat
সবচেয়ে উঁচু তেরঙা

অমৃতসর, 20 অক্টোবর: আটারি সীমান্তে সবচেয়ে উঁচু তেরঙা পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ৷ বৃহস্পতিবার অমৃতসর সফরে গিয়ে তিনি এই তেরঙা পতাকা উত্তোলন করেন ৷ যার উচ্চতা 418 ফুট ৷ এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, সীমান্তে লাগানো এই তেরঙা বিশেষ নজরদারি প্রযুক্তিতে সজ্জিত ৷ এর উপরে একটি সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সীমান্তে ভারতীয় সেনাদের নজরদারিতে সাহায্য করবে ৷

আটারি সীমান্তে স্থাপিত এই তেরঙা প্রতিবেশী দেশ পাকিস্তানের পতাকার চেয়ে 18 ফুট উঁচু ৷ এর আগে ভারতীয় তেরঙার খুঁটির উচ্চতা ছিল 360 ফুট ৷ যেখানে পাকিস্তানি পতাকার খুঁটির উচ্চতা ছিল 400 ফুট ৷ এখন গোল্ডেন গেটের সামনে বসানো হয়েছে 418 ফুট লম্বা পতাকা ৷ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এর সহায়তায় এর দাম রাখা হয়েছে 3.5 কোটি ৷ তবে দেশের সর্বোচ্চ 360.8 ফুট পতাকাটি কর্ণাটকের বেলগামে উত্তোলন করা হয়েছিল ৷

এই উপলক্ষে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিং আশা প্রকাশ করেছেন যে, দিল্লি-কাত্তারা এক্সপ্রেসওয়ে রাজ্যে অভূতপূর্ব উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন যুগের সূচনা করবে ৷ শীঘ্রই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ হবে ও তা জনগণকে উৎসর্গ করা হবে ৷ রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পটি দ্রুত শেষ করার জন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (NHAI) সম্পূর্ণ সহযোগিতার সঙ্গে সমন্বয় করছে ৷ এই প্রকল্পটি যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে ও এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি বড় উৎসাহ দেবে ৷

মুখ্যমন্ত্রীর আশা কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপে এই প্রকল্পের কাজ দ্রুত হবে ৷ যা পঞ্জাবের অর্থনীতিকে চাঙ্গা করবে ৷ এই এক্সপ্রেসওয়েটি এই অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে ৷ সেইসঙ্গে মাতা বৈষ্ণোদেবী ধামে আসা তীর্থযাত্রীদের সুবিধা দেবে ৷

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিং আরও জানিয়েছেন, রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷ যার জন্য পঞ্জাবে এই জাতীয় আরও প্রকল্প আনা হবে ৷ এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ হলে দিল্লি থেকে পঞ্জাব ও জম্মু কাশ্মীরে বিশেষ করে বৈষ্ণোদেবী ধামে যাওয়া তীর্থযাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে ৷ এই 254 কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি 11 হাজার 510 কোটি টাকা খরচ করে নির্মিত হচ্ছে ৷ এটি পঞ্জাবের 9টি জেলা অর্থাৎ, জলন্ধর, সাংগ্রুর, মালেরকোটলা, পাতিয়ালা, কাপুরথানা, লুধিয়ানা, অমৃতসর, তারন তারান ও গুরুদাসপুরের মধ্যে দিয়ে যাবে ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশবাসীর জন্য আবেগভরা ‘খোলা চিঠি’ প্রধানমন্ত্রী মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.