ETV Bharat / bharat

NIA Raids in Six States: সন্ত্রাসবাদী-গ্যাংস্টার-মাদক কারবারিদের যোগসাজশ, 6 রাজ্যে 100-র বেশি জায়গায় এনআইএ হানা

author img

By

Published : May 17, 2023, 10:54 AM IST

NIA Raids in Six States ETV BHARTA
NIA Raids in Six States

মোহালিতে পঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে আরপিজি হামলার তদন্তে নেমে বিস্ফোরক তথ্য এনআইএ-এর হাতে ৷ বিদেশি সন্ত্রাসবাদীদের সঙ্গে দেশের গ্যাংস্টার ও মাদক কারবারিদের যোগসূত্র পেল তদন্তকারী সংস্থা ৷ সেই সূত্রে আজ দেশের একশোর বেশি জায়গায় অভিযান চালায় এনআইএ ৷

নয়াদিল্লি, 17 মে: দেশের 6টি রাজ্যের একশোর বেশি জায়গায় হানা দিল এনআইএ ৷ বুধবার সকালে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশে অভিযান চালিয়েছে গোয়ান্দাদের একশোর বেশি দল ৷ জানা গিয়েছে, সন্ত্রাসবাদ-মাদক ব্যবসায়ী এবং গ্যাংস্টার-স্মাগলার যোগসাজশের মামলাতেই এই বিশেষ অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থা ৷ প্রতিটি রাজ্যের পুলিশ প্রশাসনের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে সবক’টি এলাকায় হানা দিয়েছে এনআইএ ৷ অভিযানগুলি এখনও চলছে বলে জানা গিয়েছে ৷

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, গতবছর তিনটি পৃথক মামলা রুজু করে এনআইএ ৷ সেই মামলাগুলির তদন্ত শুরু হওয়ার পর একটির সঙ্গে আরেকটির যোগসূত্র তদন্তকারীদের সামনে আসতে থাকে ৷ উল্লেখ্য, 2022 সালের মে মাসে মোহালিতে পঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে আরপিজি হামলা হয় ৷ সেই ঘটনায় এ বছরের 25 জানুয়ারি গোয়েন্দা সংস্থা দীপক রাঙ্গা নামে এক অভিযুক্তকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় ৷

তাকে গ্রেফতার করার পর এনআইএ জানতে পারে রাঙ্গার সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে ৷ কানাডায় বসবাসকারী গ্যাংস্টার তথা জঙ্গি লখবীর সিং সান্ধু এবং পাকিস্তানের গ্যাংস্টার তথা জঙ্গি হরবিন্দর সিং সান্ধুর সঙ্গে দীপক রাঙ্গার যোগাযোগের প্রমাণ পান তদন্তকারীরা ৷ মোহালি পঞ্জাব পুলিশের হেডকোয়ার্টারে আরপিজি হামলার পাশাপাশি, দীপক রাঙ্গা একাধিক বিধ্বংসী সন্ত্রাসবাদী কার্যকলাপ ও খুনের মতো অপরাধের সঙ্গেও জড়িত বলে জানা গিয়েছে ৷ কানাডা ও পাকিস্তানের ওই দুই সন্ত্রাসবাদীর থেকে নিয়মিত মোটা অংকের অর্থ এবং অন্যান্য সামগ্রী আসত রাঙ্গার কাছে ৷ যা মূলত ভারতে সন্ত্রাসের জন্য ব্যবহার করা হত ৷

আরও পড়ুন: রামনবমীর মিছিলে অশান্তির ঘটনা, 6টি এফআইআর করে তদন্ত শুরু করছে এনআইএ

জাতীয় তদন্তকারী সংস্থা জানতে পারে বিদেশ থেকে সন্ত্রাসবাদী সংগঠনগুলি ভারতের ভিতরে বিভিন্ন অসামাজিক সংগঠনের নেতা ও সদস্যদের দিয়ে ভিভিআইপি বা বিশিষ্ট ব্যক্তিদের হত্যার মতো ষড়যন্ত্র করে যাচ্ছে ৷ সেই তথ্যের ভিত্তিতে এনআইএ 2022 সালের 20 সেপ্টেম্বর স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করে ৷ আর সেই তদন্ত যত এগিয়েছে, ততই সন্ত্রাসবাদ, গ্যাংস্টার ও মাদক কারবারিদের মধ্যে যোগসূত্র পেয়েছে এনআইএ ৷ আর তার ভিত্তিতে আজ সকাল থেকে দেশের 6 রাজ্যে 100-র বেশি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.