ETV Bharat / bharat

India Bought Pegasus : পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল ভারত সরকার, দাবি রিপোর্টে

author img

By

Published : Jan 29, 2022, 2:30 PM IST

Updated : Jan 29, 2022, 2:47 PM IST

গত বছর পেগাসাস স্পাইওয়্যার ব্যাপক বিতর্ক হয়েছিল (Pegasus Spyware Controversy) ৷ উত্তাল হয়েছিল সংসদ ৷ কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে এই সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার অভিযোগও ওঠে ৷ সুপ্রিম কোর্ট এই নিয়ে তদন্ত কমিটিও গড়েছে ৷

news report claims India bought pegasus as part of defence deal with Israel in 2017
India Bought Pegasus : পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল ভারত সরকার, দাবি রিপোর্টে

নিউ ইয়র্ক (মার্কিন যুক্তরাষ্ট্র), 29 জানুয়ারি : পেগাসাস কিনেছিল ভারত (India Bought Pegasus) ৷ 2017 সালে প্রতিরক্ষা চুক্তির অঙ্গ হিসেবেই ইজরায়েলের কাছ থেকে ওই সফটওয়্যার কেনা হয় (News Report Claims India bought Pegasus as part of defence deal with Israel in 2017) ৷ যার জন্য খরচ করা হয়েছিল 2 বিলিয়ন মার্কিন ডলার ৷ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে (NYT report on pegasus) ৷

প্রসঙ্গত, গত বছর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে (Pegasus Spyware Controversy) ৷ এই নিয়ে সরব হয় দেশের বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দল ৷ তাদের অভিযোগ ছিল, কেন্দ্রের মোদি সরকার এই স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধীদের উপর নজরদারি করেছে ৷ পাশাপাশি সাংবাদিক, মানবাধিকার কর্মীদের উপরও নজরদারি করা হয়েছে বলে সেই সময় অভিযোগ ওঠে ৷

এই নিয়ে সংসদে বিরোধীরা সরব তো হয়েছিলই, পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা হয় ৷ দেশের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় সরকার এই নিয়ে বিস্তারিত তথ্য দিতে চায়নি ৷ পরে সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটি এই নিয়ে ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ইস্যু কিছুটা স্তিমিত হয়ে এসেছিল ৷ যা আবার শনিবার শিরোনামে চলে এলে মার্কিন ওই সংবাদপত্রের প্রতিবেদনকে কেন্দ্র করে ৷

সেখানে লেখা হয়েছে, প্রায় এক দশক ধরে ইজরায়েলের এনএসও গ্রুপ (NSO group) এই স্পাইওয়্যার বিক্রি করে ৷ কিন্তু এটা মূলত আইন সংস্থা বা গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয় ৷ কোনও বেসরকারি হাতে এই স্পাইওয়্যার বিক্রি করে না ওই সংস্থা ৷ কারণ, ওই স্পাইওয়্যার দিয়ে যে কোনও স্মার্ট ফোনের সুরক্ষিত এনক্রিপ্টেড তথ্য জেনে নেওয়া যায় ৷

2017 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ইজরায়েল সফরে গিয়েছিলেন ৷ তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ওই দেশে পা রাখেন ৷ তার আগে ভারত সরকার বরাবর প্যালেস্টাইনের উপর সহানুভূতিশীল ছিল ৷ কিন্তু এর পর থেকে বহুবার দেখা গিয়েছে যে বিশ্বমঞ্চে বিভিন্ন ইস্যুতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত ৷

এই বিষয়টি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ তার সঙ্গে জানানো হয়েছে যে, মোদির ওই সফরের সময়ই একটি প্রতিরক্ষা চুক্তি হয় ভারত ও ইজরায়েলের মধ্যে ৷ সেই চুক্তিতেই পেগাসাস স্পাইওয়্যার কেনার বিষয়টি ছিল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পেগাসাস ব্যবহার করে বিভিন্ন দেশ অনেক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ৷ আবার পেগাসাসের অপব্যবহারের অভিযোগও বিভিন্ন দেশ থেকে পাওয়া গিয়েছে ৷ কিন্তু ভারতে কী হয়েছে, সেই উত্তর এখনও অধরা ৷

আরও পড়ুন : Pegasus Spyware Case : এনএসও শুধু সরকারকেই পণ্য বিক্রি করতে পারে, পেগসাস কাণ্ডে মন্তব্য ইজরায়েলি রাষ্ট্রদূতের

Last Updated : Jan 29, 2022, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.