ETV Bharat / bharat

ছত্তিশগড়ে পুলিশের-মাওবাদী সংঘর্ষে প্রাণ গেল 6 মাসের শিশুর, আহত মা-সহ দুই জওয়ান

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 10:59 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

Encounter in Bijapur: নতুন বছরের প্রথম দিনে ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষ মাওবাদীদের ৷ গুলিতে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু ৷ গুরুতর আহত শিশুর মা-সহ ও দুই ডিআরজি জওয়ান।

বিজাপুর, 1 জানুয়ারি: ছত্তিশগড়ের বিজাপুরে নতুন বছরের প্রথম দিনেই মাওবাদী হামলা ৷ গাঙ্গালুর পুলিশ ও মাওবাদীদের মধ্যে গোলাগুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 6 মাসের শিশুকন্যার ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুকন্যার মা-সহ দুই ডিআরজি জওয়ানও ৷

জানা গিয়েছে সোমবার বিজাপুরের গাঙ্গালুরের মুতাভান্দি গ্রামে মাওবাদী লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এমনই খবর পায় পুলিশ ৷ এরপরেই অভিযানে নামে বিশাল পুলিশ বাহিনী ৷ গ্রামের পুলিশ আসতে দেখে গুলি চালায় মাওবাদীরা ৷ পালটা পুলিশের তরফে চলে গুলি ৷ গুলির লড়াই চলার সময় একটি 6 মাসের শিশুর মৃত্যু হয় বলে খবর ৷ নবজাতকের মায়ের হাতেও গুলি লাগে বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর নিরাপত্তারক্ষী বাহিনীর একটি দল মহিলাকে ও শিশুকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায় ৷

এই ঘটনায় দুই ডিআরজি জওয়ান আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। আহত সেনাদের বিজাপুর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। বেশ কয়েকজন মাওবাদী গুলিবিদ্ধ হয়েছে। গুলির লড়াইয়ে ভৈরামগড় এরিয়া কমিটির সেক্রেটারি চন্দ্রান্না-সহ আহত হয়েছেন আরও কয়েকজন। কিন্তু কতজন মাওবাদী আহত হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি ৷ ডিআরজি এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কর্মীরা তল্লাশি অভিযান চালায়।

এর আগে গত বছর নভেম্বরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে ছত্রিশগড়ের বস্তারের কাঙ্কের জেলায় মাওবাদীরা হামলা চালায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মাওবাদীরা নিরীহ তিন গ্রামবাসীকে হত্যা করেছে ৷ জানা গিয়েছিল, মহারাষ্ট্রের সীমান্তবর্তী ছোটবেটিয়া থানার আওতাধীন মোরখান্দি গ্রামে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটে ৷ অন্যদিকে প্রথম দফার বিধানসভা ভোটের আগের দিনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল মাওবাদীরা ৷ বিজাপুরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে ৷ সংঘর্ষে এক মাওবাদী নেতার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে অস্ত্র ৷

আরও পড়ুন

1. সাইবার প্রতারণায় পাঁচ পদ্ধতিতে বছরে 708 কোটি লুঠ!

2. বর্ষবরণের রাতে ঝগড়া, যুবককে কুপিয়ে হত্যা মদ্যপ বন্ধুদের !

3. নববর্ষে পিকনিকে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় জামশেদপুরে মৃত 6

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.