ETV Bharat / bharat

নববর্ষে পিকনিকে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় জামশেদপুরে মৃত 6

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 1:04 PM IST

Road Accident in Jamshedpur: বছরের শুরুতেই জামশেদপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন ছ'জন । গাড়ি করে পিকনিক করতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ।

Road Accident
গাড়ি দুর্ঘটনা

জামশেদপুর, 1 জানুয়ারি: ইংরেজি নববর্ষের সকালে পিকনিক করতে যাওয়ার পথে জামশেদপুরে দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ছ'জনের। তাছাড়া দু'জন গুরুতরভাবে আহত হয়েছেন । আহতদের টাটা মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে । সোমবার এই দুর্ঘটনাটি ঘটেছে জামশেদপুরের বিষ্টুপুর থানা এলাকায় ।

জানা গিয়েছে, ওই এলাকার কিছু লোক গাড়িতে করে পিকনিকে যাচ্ছিলেন । সেসময় বিষ্টুপুর সার্কিট হাউস চত্বরের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । এর জেরে ঘটনাস্থলেই গাড়িতে থাকা পাঁচজনের মৃত্যু হয় । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে এবং দু'জন এখনও চিকিৎসাধীন ।

পুলিশ জানিয়েছে, আদিত্যপুরের আরআইটি থানার 8 বাসিন্দা সোমবার ভোর সাড়ে চারটেতে একটি গাড়িতে করে পিকনিক করতে যাচ্ছিলেন । গাড়িটির গতি ছিল অনেক বেশি। এর ফলে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিষ্টুপুরের সার্কিট হাউস চত্বরের কাছে উলটে যায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্টুপুর থানার পুলিশ । পুলিশ আধিকারিকরা গাড়িতে আটকে পড়া লোকজনকে উদ্ধার করেন । তবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয় । মৃতরা হলেন সুরজ সাহু, টুকটুক, শুভম, মনু, হেমন্ত ও ছোটু যাদব । আহতদের নাম হর্ষ ঝা ও রবি ঝা ।

শীতকালে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্ঘটনা ঘটে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক দুর্ঘটনার সাক্ষী থাকে দেশের বিভিন্ন রাজ্য। শীতের দাপট বেশি হওয়ার কারণে উত্তর ভারত এবং তার আশপাশে থাকা রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি হয়। দুর্ঘটনা রুখতে নানা ধরনের ব্যবস্থাও নেয় প্রশাসন। তবে সামান্য অসাবধান হলেই পরিস্থিতি যে হাতের বাইরে চলে যায় ঝাড়খণ্ডের ঘটনা তারই উদাহরণ।

আরও পড়ুন:

  1. কর্ণাটকে স্কুল বাস দুর্ঘটনায় গুরুতর আহত চলক-সহ 3 পড়ুয়া
  2. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12 ; আহত 14
  3. শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনা! ট্র্যাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 3
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.