ETV Bharat / bharat

New Covid variant Deltacron : ওমিক্রন আতঙ্কের মাঝেই করোনার নতুন প্রজাতির হদিশ

author img

By

Published : Jan 10, 2022, 7:31 AM IST

ওমিক্রনের (Omicron Variant) আগমন ঘটতেই বিশ্বজুড়ে আবারও দাপাদাপি শুরু করেছে করোনা ভাইরাস (Coronavirus surge) ৷ ওমিক্রনের পাশাপাশি ডেল্টা ভ্যারিয়্যান্টেও (Delta Variant) আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ ৷ এরই মধ্যে চর্চা শুরু হয়েছে কোভিডের (Covid-19) নবতম সংস্করণ ইহু এবং ডেল্টাক্রনকে (New Covid Variant IHU and Deltacron) নিয়ে ৷

New Covid variant Deltacron
ওমিক্রন আতঙ্কেই হদিশ মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রোন’-এর

নয়াদিল্লি, 10 জানুয়ারি : বিশ্ব জুড়ে ক্রমশ জটিল হচ্ছে কোভিড পরিস্থিতি ৷ ওমিক্রন এবং ইহু (IHU)-এর পরে এবার হদিশ মিলল করোনার নতুন ভ্যারিয়েন্টের ৷ নাম ডেল্টাক্রন ৷ ইতিমধ্যেই সাইপ্রাসের বেশ কয়েকজন করোনা আক্রান্তের শরীরে ডেল্টাক্রনের উপস্থিতি দেখা গিয়েছে (New Covid variant Deltacron) ৷ ডেল্টাক্রনের জেনেটিক রূপ অনেকটা ডেল্টা ভ্যারিয়েন্টের মতো হলেও ওমিক্রনের প্রায় 10টি মিউটেশনের বৈশিষ্ট্য এতে রয়েছে ।

সাইপ্রাসে ইতিমধ্যেই 25 জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে (New Covid variant Deltacron emerges in Cyprus) ৷ সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জৈবপ্রযুক্তি ও আণবিক ভাইরোলজির গবেষণাগারের প্রধান ডঃ লিওনডিওস কোস্ট্রিকিস বলেন, ‘‘ওই 25 জনের মধ্যে 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷’’ যদিও দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিচালিস হাদজিপান্ডেলাস জানিয়েছেন, ‘‘ডেল্টাক্রন নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কিছু নেই ।’’

গবেষণায় দেখা গিয়েছে, ডেল্টা এবং ওমিক্রনের সহাবস্থান জিন লেনদেনের ফলে এই নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তি হয়েছে । অন্যদিকে, ফ্রান্সেও সম্প্রতি 46টি মিউটেশন-সহ IHU ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ৷ ইতিমধ্যেই B.1.640.2 নামের ওই ভাইরাসে সংক্রমিত প্রায় 12 জন ৷

আরও পড়ুন : PM Modi reviews Covid situation: কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

যদিও ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় কম প্রাণঘাতী বলে মনে হলেও যেকোনও মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আইএইচইউ ভ্য়ারিয়েন্ট ৷ মাত্র 12টি নমুনা থেকে প্রাপ্ত ভাইরোলজিকাল বা ক্লিনিকাল বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে অনুমান করা খুব কঠিন হলেও ইতিমধ্যেই সতর্কবাণী শুনিয়ে রেখেছে হু ৷

সবথেকে চিন্তার বিষয় হল, ওমিক্রনের মতোই ইহু-ও টিকার ধার ধারছে না ৷ কারণ, সর্বপ্রথম ফ্রান্সের যে নাগরিকের শরীরে করোনার এই সংস্করণটির খোঁজ মিলেছে, তিনি আগেই করোনার টিকা নিয়েছেন ৷ সম্প্রতি তিনি ক্যামেরুন গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পরই তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ সূত্রের খবর, ক্যামেরুন থেকে ফেরার তিনদিন পর তাঁর মৃদু শ্বাসকষ্ট শুরু হয় ৷ গত নভেম্বর মাসের মাঝামাঝি করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.