ETV Bharat / bharat

Indians in Ukraine : পড়ুয়াদের শেহনি-মেডিকা সীমান্ত এড়িয়ে চলার পরামর্শ বিদেশ মন্ত্রকের

author img

By

Published : Mar 2, 2022, 8:41 AM IST

Russia Ukraine Conflict
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা

উদ্ধারকাজ তদারকি করতে পোল্যান্ড সীমান্তে ভারতীয় দূতাবাসের কর্মীরা (Indian Embassy in Poland)

নয়াদিল্লি, 2 মার্চ : ইউক্রেনের মাটিতে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক ৷ পোল্যান্ডের ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Poland) তরফে জারি করা ওই নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে ইউক্রেনের শেহনি-মেডিকা সীমান্ত এড়িয়ে চলার জন্য ৷ এর পরিবর্তে বুডোমিয়ার্জ সীমান্ত দিয়ে ভারতীয়দের পোল্যান্ডে আসার অনুরোধ করা হয়েছে ৷

নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে, "পশ্চিম ইউক্রেনের লেভিভ, টের্নোপিল-সহ অন্যান্য জায়গায় যে ভারতীয়রা রয়েছেন তাঁদের অনুরোধ করা হচ্ছে পোল্যান্ড যাওয়ার জন্য বুডোমিয়ার্জ সীমান্ত ব্যবহারের জন্য ৷ দক্ষিণে হাঙ্গেরি ও রোমানিয়া হয়েও তাঁরা আসতে পারেন ৷ শেহনি-মেডিকা সীমান্তে ভিড থাকায় এই পথ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন : কিভে আটকে নেই কোনও ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, পোল্যান্ডের দূতাবাসের কর্মীরা সংশ্লিষ্ট মেডিকা ও বুডোমিয়ার্জ সীমান্তের চেক পয়েন্টে রয়েছেন ৷ যেসব চেক পয়েন্টে ভারতীয় দূতাবাসের কর্মীরা নেই সেখান দিয়ে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের কোন কোন হোটেলে উঠতে হবে, তাও বলা হয়েছে এই নয়া নির্দেশিকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.