ETV Bharat / bharat

Drugs Recovered in Mumbai: মুম্বইয়ে উদ্ধার 120 কোটির মেফেড্রোন ড্রাগ, গ্রেফতার 2

author img

By

Published : Oct 7, 2022, 9:46 AM IST

Updated : Oct 7, 2022, 10:47 AM IST

বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করল এনসিবি (Drugs Recovered in Mumbai) ৷ মুম্বইয়ের একটি গোডাউন থেকে ওই মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক পাইলট সহ-2 জনকে গ্রেফতার করেছে এনসিবি ৷

ncb-seizes-rs-120-crore-worth-drugs-from-mumbai-godown
ncb-seizes-rs-120-crore-worth-drugs-from-mumbai-godown

মুম্বই, 7 অক্টোবর: মুম্বইয়ের একটি গোডাউন থেকে 50 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (Drugs Recovered in Mumbai) ৷ মেফেড্রোন (Mephedrone) নামে ওই বিপুল পরিমাণ মাদকের আন্তর্জাতিক বাজারে দর প্রায় 120 কোটি টাকা বলে জানা গিয়েছে (NCB Seizes Rs 120 crore Worth Drugs) ৷ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট বলে জানা গিয়েছে (Air India Pilot Involves in Drug Smuggling) ৷ শুক্রবার এনসিবি’র এক আধিকারিক এই তথ্য দিয়েছেন ৷ অন্যদিকে, গুজরাতের জামনগরেও গত 3 অক্টোবর 10 কেজি মেফেড্রোন মাদক উদ্ধার করেছে এনসিবি ৷

এদিন সকালে এনসিবি’র ডেপুটি ডিজি জানান, একটি সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এনসিবি’র একটি দল দক্ষিণ মুম্বইয়ের এসবি রোডের বন্দর এলাকায় অভিযান চালায় ৷ সেখানে একটি গোডাউন থেকে 50 কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার আনুমানির বাজারমূল্য 120 কোটি টাকা ৷ সেখান থেকে মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে একজন এই চক্রের মাথা ৷ তাঁর নাম সোহাইল গফর মাহিদা ৷ তিনি এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: গুজরাতে পাকিস্তানি বোট থেকে উদ্ধার 200 কোটির মাদক, গ্রেফতার 6

অন্যদিকে, গত 3 অক্টোবর গুজরাতের জামনগরে এনসিবি’র দিল্লির সদর দফতর ও মুম্বই অফিসের আধিকারিকরা যৌথ অভিযান চালায় ৷ নৌসেনার গুপ্তচর বিভাগের তরফে পাওয়া খবরের ভিত্তিতে সেই অভিযান চালানো হয় ৷ সেখান থেকে 10 কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল ৷ সেখান থেকেও 3 জনকে গ্রেফতার করা হয়েছিল বলে এনসিবি’র তরফে জানানো হয়েছে ৷

Last Updated : Oct 7, 2022, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.