দাউদের ভাই ইকবাল কাসকরকে গ্রেফতার করল এনসিবি

author img

By

Published : Jun 23, 2021, 7:37 PM IST

ncb arrest don dawood ibrahim brother iqbal kaskar

মাদক মামলায় গ্রেফতার করা হল ৷ বুধবার মহারাষ্ট্রের থানে জেল থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷

কলকাতা, 23 জুন : গ্রেফতার করা হল ইকবাল কাসকরকে (Iqbal Kaskar) ৷ বুধবার তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) ৷ তিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ভাই ৷ মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে এনসিবি (NCB) ৷ তাঁকে মহারাষ্ট্রের থানে জেল থেকে গ্রেফতার করা হয় ৷

কয়েকদিন আগে কয়েকজন মাদক পাচারকারী সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ তাদের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর থেকে মুম্বইয়ে মাদক পাচারের অভিযোগ রয়েছে ৷ সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে ইকবাল কাসকরকে ৷

আরও পড়ুন : NRC Assam : অসমের প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর

এনসিবি সূত্রে খবর যে ওই মাদকপাচারের মাধ্যমে সন্ত্রাসবাদে অর্থ যোগান দেওয়ার যোগসূত্র পাওয়া গিয়েছে ৷ যারা ধরা পড়েছিল, তাদের জেরা করেই ওই যোগসূত্র পাওয়া যায় ৷ সেই কারণেই ইকবাল কাসকরকে গ্রেফতার করা হল বলে জানা গিয়েছে ৷ কাসকরকে হেফাজতে নেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, 2017 সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছিল ইকবাল কাসকরকে ৷ তাঁকে গ্রেফতার করেছিল থানে পুলিশের অ্যান্টি এক্সটরসান সেল ৷ তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অরগানাইজড ক্রাইম অ্যাক্ট-এও মামলা করা হয়েছে ৷

আরও পড়ুন : আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন ব্যবসায়ীর 9371 কোটি টাকার সম্পত্তি পেল ব্যাঙ্ক

সেই সময় তাঁর বিরুদ্ধে এক নির্মাণ ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছিলে ন৷ তিনি তাঁর অভিযোগে দাবি করেছিলেন যে 2013 সাল থেকে ইকবাল তাঁর কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই ইকবালকে গ্রেফতার করা হয়েছিল ৷

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিম 1993 সালে মুম্বইয়ে (তৎকালীন বম্বে) ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্ত ৷ তার পর থেকে তিনি দেশ ছাড়া ৷ তিনি কোথায়, তা নিয়ে নানা জল্পনা শোনা যায় ৷ কোনও কোনও মহল থেকে দাবি করা হয় যে তিনি পাকিস্তানে রয়েছেন ৷ যদিও পাকিস্তানের তরফে এই দাবি বারবার অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন : শ্রীনগরে জঙ্গির গুলিতে নিহত পুলিশ ইন্সপেক্টর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.