ETV Bharat / bharat

মাওবাদী নাশকতা ছত্তিশগড়ে, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ; অবরুদ্ধ জাতীয় সড়ক

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 10:39 PM IST

Etv Bharat
মাওবাদী নাশকতা ছত্তিশগড়ে, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

Naxal violence in Bastar: 22 ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ তার আগে বুধবারছত্তিগড়ের বস্তারে নাশকতা চালাল মাওবাদীরা ৷ মাওবাদী-অধ্যুষিত রাজ্যের বস্তার জেলায় জ্বলল যাত্রীবাহী বাস ৷ যদিও কোনও হতাহতের খবর নেই ৷

বস্তার, 20 ডিসেম্বর: সদ্য পালাবদল হয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি ৷ কিন্তু ছত্তিশগড়ে মাওবাদী কার্যকলাপ চলছেই ৷ এরমধ্যে জঙ্গিগোষ্ঠী সবচেয়ে বেশি সক্রিয় বস্তার জেলায় ৷ বুধবার চরম মাওবাদী নাশকতার সাক্ষী থাকল বস্তার জেলার সুকমা ৷ জ্বলল গাড়ি, অগ্নিসংযোগ করা হল যাত্রীবাহী বাসে ৷ এরপর 30 নং জাতীয় সড়কে লিফলেট রেখে অবরোধ করল মাওবাদীরা ৷

সুকমায় নাশকতা: বুধবার সন্ধে 7টা 30 মিনিট নাগাদ 30 নং জাতীয় সড়ে নাশকতা চালায় নকশালরা ৷ প্রথমে দু'টি ট্রেলারে অগ্নিসংযোগ করা হয় ৷ এরপর জগরগুন্ডা পুলিশ স্টেশন এলাকায় আগুন লাগিয়ে দেওয়া হয় একটি পিক-আপ ভ্যানে ৷ এখানেই শেষ নয় ৷ এরপর মাওবাদীদের রোষের মুখে পড়ে একটি যাত্রীবাহী বাস ৷ যদিও হিংসার ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি ৷ তবে যানবাহনে অগ্নিসংযোগের পর বিজাপুরে জাতীয় সড়ক অবরোধও করে মাওবাদীরা ৷

জাতীয় সড়ক অবরুদ্ধ: নাশকতার এই ঘটনায় বুধবার সন্ধেয় সুকমার কাছে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক ৷ নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে ৷ সেনার তৎপরতায় অবরুদ্ধ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় ৷ সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷ দু'বছর আগেও একই জায়গায় নকশালরা সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করেছিল ৷

পুলিশ-মাওবাদী গুলির লড়াই: হিংসার ঘটনার আগে এদিন সুকমার কোত্তাপাল্লি এবং নাগারামের জঙ্গলে শুরু হয় পুলিশ-মাওবাদী গুলির লড়াই ৷ সেই গুলির লড়াইয়ে 5 মাওবাদী নিকেশ হয় বলে দাবি করা হয় নিরাপত্তা বাহিনীর তরফে ৷ প্রত্যুত্তরে মাওবাদীরা এই হিংসার ঘটনা ঘটিয়েছে বলেই মনে করা হচ্ছে ৷

22 ডিসেম্বর ভারত বনধের ডাক মাওবাদীদের: আগামী 22 ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ বনধ সফল করতে বস্তারে নিয়মিত পড়ছে ব্যানার-পোস্টার ৷ এরপর বুধবার সুকমার ঘটনায় বনধের আগে উদ্বেগ বাড়ল বৈকি ৷

আরও পড়ুন:

  1. আদিবাসী সমাজ থেকে মুখ্যমন্ত্রী পেল ছত্তিশগড়, বিষ্ণু দেও সাইয়ের নামে সিলমোহর বিজেপির
  2. ভোটের কয়েক ঘণ্টা আগে আইইডি বিস্ফোরণ, মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন
  3. ভোটে পরাজয়ের পরে 24-এর প্রস্তুতিতে গেহলত-বাঘেল-কমলনাথরা কী দায়িত্বে ? প্রবীণদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন খাড়গে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.