ETV Bharat / bharat

NASA congratulates India: ‘ইতিহাস গড়েছে ইসরো’, চাঁদের দেশে চন্দ্রযান-3 নামতেই অভিনন্দন নাসা’র

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 9:28 PM IST

Updated : Aug 23, 2023, 11:08 PM IST

হাতে চাঁদ পেয়েছে দেশ ৷ চন্দ্রপৃষ্ঠে নেমেছে চন্দ্রযান-3 ৷ প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নামার বিরল কৃতিত্ব গড়েছে ভারত ৷ তারপরেই অভিনন্দন বার্তা এল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে ৷

Etv Bharat
Etv Bharat

ওয়াশিংটন, 23 অগস্ট: ‘ইন্ডিয়া ! আই রিচড মাই ডেস্টিনেশন অ্যান্ড ইউ টু ৷’ ইতিহাস গড়ে বার্তা পাঠিয়েছে চন্দ্রযান ৷ প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয়, চতুর্থ দেশ হিসেবে সফট ল্যান্ডিংয়ের বিরল কৃতিত্ব ৷ চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত দেশ, আনন্দে ভাসছে 140 কোটি দেশবাসী ৷ তারমাঝেই ইসরোর সাফল্যে অভিনন্দন বার্তা এল নাসার তরফের ৷

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার প্রধান বিল নেলসন টুইটে জানিয়েছেন, ‘চন্দ্রযান-3 এর সাফল্যে ইসোরকে অভিনন্দন ৷ প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে চন্দ্রযান-3 ৷ চতুর্থ দেশ হিসেবে সফট ল্যান্ডিং করেছে ৷ এই প্রকল্পের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত ৷’ 2019 সালের সেপ্টেম্বরে চন্দ্রপৃষ্ঠে অবতরণের পরিকল্পনা করেছিল ভারত ৷ অরবিটার কাজ করলেও সফটওয়্যারের গোলযোগে চাঁদের মাটি ছোঁয়া হয়নি ৷ ফলে স্বপ্নের জাল বোনা শুরু হয়েছিল তবে থেকেই ৷ শেষ পর্যন্ত চার বছর পর ভারত কাঙ্খিত সাফল্যই পেল না, ইতিহাসও গড়ল ৷

  • Congratulations @isro on your successful Chandrayaan-3 lunar South Pole landing! And congratulations to #India on being the 4th country to successfully soft-land a spacecraft on the Moon. We’re glad to be your partner on this mission! https://t.co/UJArS7gsTv

    — Bill Nelson (@SenBillNelson) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ‘ইন্ডিয়া ইস অন দ্য মুন’, চাঁদের দেশে চন্দ্রযান

চন্দ্রযান-2 চন্দ্রপৃষ্ঠে অবতরণে ব্যর্থ হওয়ায় তৃতীয় চন্দ্রযানের পরিকল্পনা রূপায়ণে তৎপর ছিল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ ঘড়ির কাঁটা মিলিয়ে বুধবার সন্ধে 6টা 3 মিনিটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করল ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান ৷ মহাকাশ গবেষণায় ইতিহাস গড়েছে ভারত ৷ এর আগে আমেরিকা, চিন এবং রাশিয়া চাঁদে পা রাখলেও তারা অবতরণ করেছিল উপগ্রহের উত্তর মেরুতে ৷ অর্থাৎ প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের তৈরি চন্দ্রযান-3 ৷

এই মুহূর্তে ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফলে জোহানেসবার্গ থেকেই ভার্চুয়ালি এদিন চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযানের সফল অবতরণের সাক্ষী থাকেন প্রধানমন্ত্রী ৷ চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণের পর দেশের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, "চন্দ্রযান-3 সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে ! দেশবাসীকে অভিনন্দন ! চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ে সফল হয়েছি আমরা ৷ ভারত এখন চাঁদে ৷"

Last Updated :Aug 23, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.