ETV Bharat / bharat

Chandrayaan-3 on the Moon: ‘ইন্ডিয়া ইস অন দ্য মুন’, চাঁদের দেশে চন্দ্রযান

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 5:04 PM IST

Updated : Aug 23, 2023, 11:08 PM IST

Etv Bharat
Etv Bharat

18:33 August 23

‘ইন্ডিয়া ইস অন দ্য মুন’ ৷ সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের চন্দ্রযান ৷ দক্ষিণ মেরুর মাটি ছুঁয়ে ইতিহাস গড়ল দেশ ৷

Chandrayaan
‘ইন্ডিয়া ইস অন দ্য মুন’
  • ইতিহাস ছুঁয়েছে ভারত ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানালেন, গর্বের মুহূর্ত ছুঁয়েছে দেশ ৷ এই সাফল্য দেশের, ইসরোর প্রত্যেক বিজ্ঞানীর ৷

18:17 August 23

  • তথ্য বলছে এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে কোনও অভিযান চালাতে পারেনি ৷
  • 2019 সালে সেই চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ইসরো'র চন্দ্রযান-2 অভিযান ৷
  • মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন এখনও পর্যন্ত চাঁদে যে সফল অভিযানগুলি চালিয়েছে, সবকটিই হয়েছে পৃথিবীর এই উপগ্রহের উত্তর মেরুতে ৷ রবিবারই চাঁদের মাটিতে ভেঙে পড়েছে রাশিয়ার মহাকাশযান 'লুনা-25' ৷
  • চন্দ্রযান-2 অভিযান এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইতিহাসে দেশ ৷

18:06 August 23

Chandrayaan 3
জোহানেসবার্গ থেকে লাইভে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
  • ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা ৷ ওদের কঠোর পরিশ্রমেই ইতিহাস গড়েছে দেশ ৷
  • জোহানেসবার্গে রয়েছি ৷ ব্রিকস সামিটে এসেও মন পড়ে ছিল চন্দ্রযানের দিকে ৷
  • এই মাহেন্দ্রক্ষণ জয়ের ৷ এই সাফল্য দেশের ৷ 140 কোটি ভারতবাসীর ৷ এই সাফল্য ইসরোর, এই সাফল্য বিজ্ঞানীদের ৷ উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

18:04 August 23

  • ইতিহাস ভারতের ৷

18:02 August 23

  • চন্দ্রপৃষ্ঠের 50 মিটারের মধ্যে চলে এল ল্যান্ডার ৷

18:00 August 23

  • জোহানেসবার্গ থেকে লাইভে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী প্রধানমন্ত্রীও ৷

17:59 August 23

  • মাহেন্দ্রক্ষণের আর কয়েক মিনিট...

17:29 August 23

  • চন্দ্রযান অবতরণের ঐতিহাসিক লাইভ দেখুন এখানে...

https://www.etvbharat.com/bengali/west-bengal/live-streaming/chandrayaan-3s-landing-live/wb20230823172045134134350

17:27 August 23

  • চন্দ্রযান-3 চাঁদে অবতরণের বিশেষ স্ক্রিনিং: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বিকেল 5টা 20 মিনিট থেকে শুরু করেছে চন্দ্রযান-3 অবতরণের লাইভ স্ট্রিমিং । যা সরাসরি দেখতে পাবেন ইটিভি ভারতের ওয়েবসাইট ও ফেসবুক পেজেও ৷ দিল্লির কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সদর দফতর চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-3 এর অবতরণ স্ক্রিনিং করবে ।

16:20 August 23

  • Chandrayaan-3 Mission:
    All set to initiate the Automatic Landing Sequence (ALS).
    Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.

    Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent.
    The… pic.twitter.com/x59DskcKUV

    — ISRO (@isro) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • সন্ধ্যায় চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে অবতরণ করবে ৷ তাই নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷
  • ইসরোর বিজ্ঞানীরা বিক্রম ও প্রজ্ঞানের কাজ সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী ৷ ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নামার পর রোভারকে স্থাপন করবে ৷
Last Updated : Aug 23, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.