ETV Bharat / bharat

Narendra Modi: উত্তর-পূর্বের উন্নয়নের পথে সমস্ত বাধাকে 'রেড কার্ড' দেখিয়েছে এনডিএ সরকার, দাবি মোদির

author img

By

Published : Dec 18, 2022, 4:29 PM IST

রবিবার মেঘালয়ের (Meghalaya) রাজধানী শিলঙে (Shillong) দাঁড়িয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে শোনা গেল ফুটবলে ব্যবহৃত রেড কার্ডের (Red Card) উল্লেখ ৷ কোন প্রেক্ষিতে এই প্রসঙ্গ টানলেন তিনি ?

Narendra Modi says NDA Government is showing Red Card to all hurdles in northeast developments
শিলঙে নরেন্দ্র মোদি ৷

শিলং, 18 ডিসেম্বর: "ফুটবল খেলায় কেউ নিয়ম ভাঙলে যেভাবে 'রেড কার্ড' দেখানো হয়, ঠিক একইভাবে গত আটবছর ধরে কেন্দ্রের এনডিএ সরকার উত্তর-পূর্বের উন্নয়নের জন্য দুর্নীতিকে রেড কার্ড (Red Card) দেখাচ্ছে ৷" রবিবার মেঘালয়ের (Meghalaya) রাজধানী শিলঙে (Shillong) দাঁড়িয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

উত্তর-পূর্ব পরিষদের (North East Council) সুবর্ণ জয়ন্তী (Golden Jubilee) উপলক্ষে এদিন শিলঙে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ফের একবার দুর্নীতি ইস্যুতে সরব হন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, কেন্দ্রের এনডিএ সরকার গত আটবছর ধরে দুর্নীতি, বৈষম্য, হিংসা এবং ভোট ব্যাংক রাজনীতির সঙ্গে লড়াই করছে ৷ যাঁরা যখনই কোনও অনিয়ম করছেন, তাঁদের রেড দেখিয়ে 'মাঠের বাইরে' পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ মোদির কথায়, "দুর্নীতি, পক্ষপাতিত্ব, হিংসা, প্রকল্প রূপায়নে স্থবিরতা এবং ভোট ব্য়াংক রাজনীতি দূর করার জন্য আমরা আন্তরিকভাবে সততার সঙ্গে কাজ করে চলেছি ৷ কিন্তু, আপারা তো জানেন, এসবের শিকড় অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ৷ তাই আমাদের সকলকে একসঙ্গে মিলে একে উপড়ে ফেলতে হবে ৷"

আরও পড়ুন: মোদির হাতে কলেজ উদ্বোধনের আগের দিনই দুর্নীতির অভিযোগ বিধায়কের

এরপরই মোদির মুখে শোনা যায়, বিশ্বকাপ প্রসঙ্গ ৷ খেলার ভাষাতেই রাজনৈতিক সমস্যার সমাধান ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী ৷ বলেন, "এখন আমরা সকলেই ফুটবল জ্বরে কাবু ৷ তাহলে ফুটবলের ভাষাতেই না হয় কথা বলি ? যখনই কেউ খেলার নীতি ভাঙেন, তাঁদের রেড কার্ড দেখানো হয় এবং তাঁদের মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয় ৷ ঠিক একইভাবে, গত আটবছর ধরে উত্তর-পূর্বে উন্নয়নের পথে আসা অসংখ্য বাধাকে আমরা রেড কার্ড দেখিয়েছি ৷"

  • #WATCH | PM says, "...When football fever is gripping us all, why not talk in football terminology? When someone goes against the sportsman spirit, they're shown a red card & sent out. Similarly, in last 8 yrs, we've shown red card to several hurdles in development of northeast." pic.twitter.com/jF5x17QTv1

    — ANI (@ANI) December 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পাশাপাশি এদিন মোদি বলেন, "এটা ঠিক যে আজ আমাদের সকলেরই নজর থাকাবে কাতারে ৷ সেখানকার মাঠে বিদেশি ভাষায় কী বলা হচ্ছে, আমরা সেদিকে নজর রাখব ৷ কিন্তু, আমার এই দেশের যুবসমাজের উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ তাই আমি বলতে পারি, সেই দিন আর খুব বেশি দূরে নেই, যেদিন আমাদের দেশও একই উৎসবে সামিল হবে ৷ এবং তিরঙ্গার জন্য গলা ফাটাবে ৷" অর্থাৎ অদূর ভবিষ্যতে ভারতও যে ফুটবল বিশ্বকাপ খেলবে, এদিন সেই আশাই ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই ভাষণে উচ্ছ্বাসে হাততালি দিয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা ৷

এদিনের অনুষ্ঠানস্থল থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ এই প্রকল্পগুলির আওতায় শিলঙে মোট 2 হাজার 450 কোটি টাকার কাজ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.