ETV Bharat / bharat

Narendra Modi: এখন ভারতও বিশ্বের অর্থনৈতিক দৌড়ে সামিল, মন্তব্য মোদির

author img

By

Published : Jul 29, 2022, 8:32 PM IST

আমেরিকা, ব্রিটেন, সিঙ্গাপুরের মতো ভারতও এখন বিশ্ব অর্থনৈতিক লিগের অংশ ৷ গান্ধিনগরে 'আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রসমূহ কর্তৃপক্ষ' (International Financial Services Centres Authority)-এর সদর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্তব্য নরেন্দ্র মোদির ৷

Narendra Modi says India Now Stands In Global Financial League
Narendra Modi: এখন ভারতও বিশ্বের অর্থনৈতিক দৌড়ে সামিল, মন্তব্য মোদির

গান্ধিনগর, 29 জুলাই: বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে ভারত অন্যতম ৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্রগুলির সঙ্গে পাল্লা দিচ্ছে এশিয়ার এই দেশ ৷ শুক্রবার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

এদিন গুজরাতের গান্ধিনগরে 'আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রসমূহ কর্তৃপক্ষ' (International Financial Services Centres Authority)-এর সদর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী ৷ তারপরই নিজের ভাষণে মোদি বলেন, "আজ এই একবিংশ শতাব্দীতে অর্থনীতি এবং প্রযুক্তি পরস্পরের সঙ্গে জড়িয়ে গিয়েছে ৷ আর প্রযুক্তি, বিজ্ঞান এবং সফ্টওয়্য়ারের প্রসঙ্গ উঠলে একথা বলতেই হয় যে ভারতের এই বিষয়ে যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই সম্ভাবনাও আছে ৷ এই মুহূর্তে সারা বিশ্বে যত ডিজিট্যাল পেমেন্ট হচ্ছে, তার 40 শতাংশই হচ্ছে ভারতে ৷"

আরও পড়ুন: Delhi High Court: স্মৃতি-কন্যার মানহানি ! কংগ্রেসের 3 নেতাকে সমন দিল্লি হাইকোর্টের

এদিন India International Bullion Exchange (IIBX)-এরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ আন্তর্জাতিক স্তরে সোনা ও রুপোর বাট বিনিময়ের জন্য এই ধরনের কোনও ব্যবস্থাপনা ভারতে এই প্রথম ৷ এর পাশাপাশি, এদিন মোদি দাবি করেন, গত কয়েক বছরে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (FDI) রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে ৷

মোদির বক্তব্য, গত আট বছরে দেশের আর্থিক পরিকাঠামোর সঙ্গে সকল স্তরের সংযোগ স্থাপন হয়েছে ৷ এমনকী, দেশের দরিদ্রতম মানুষটিও আনুষ্ঠানিকভাবে এই বিরাট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন ৷ প্রধানমন্ত্রী মনে করেন, যে মুহূর্তে এই বিপুল জনসংখ্যা সরাসরি দেশের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত হয়, সেই মুহূর্তেই সরকারি এবং বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানের একজোট হয়ে কাজ করার প্রয়োজন তৈরি হয় ৷

মোদির দাবি, তাঁদের সরকারের সংস্কারমূলক পদক্ষেপের জেরেই ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ৷ 2021-22 অর্থবর্ষে ভারতে 6 লক্ষ 31 হাজার 50 কোটির প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৷ যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ প্রধানমন্ত্রীর আশা, আগামিদিনে গান্ধিনগরে স্থাপিত হতে চলা এই 'আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রসমূহ কর্তৃপক্ষ'-এর সদর কার্যালয় দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.