Narendra Modi: 'আমি এই গুজরাত তৈরি করেছি' ! ভোটের আগে নতুন স্লোগান মোদির

author img

By

Published : Nov 6, 2022, 6:20 PM IST

Narendra Modi Launches new Election Slogan In Gujarati by saying I Have Made This Gujarat

আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) আগে দলের জন্য নতুন নির্বাচনী স্লোগান (Election Slogan) তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ গুজরাতিতে বললেন, 'আমি এই গুজরাত তৈরি করেছি' !

নয়াদিল্লি, 6 নভেম্বর: বিজেপি-এর জন্য গুজরাতি (Gujarati) ভাষায় নতুন নির্বাচনী স্লোগান (Election Slogan) তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি বললেন, 'আমি এই গুজরাত তৈরি করেছি' !

রবিবার গুজরাতের কাপরাডায় আয়োজিত একটি জনসভায় মোদি বলেন, "প্রত্যেক গুজরাতিই আত্মবিশ্বাসে ভরপুর ৷ সেই কারণেই প্রত্যেক গুজরাতি যখন কথা বলেন, তাঁর অন্তরের গভীর থেকে সেই আওয়াজ আসে ৷ প্রত্য়েকটি শব্দ আসে গুজরাতের হৃদয় থেকে ৷ আমি এই গুজরাত তৈরি করেছি (গুজরাতি ভাষায়- আ গুজরাত, মাই বনাভিউ ছে) ৷" এখানেই থেমে থাকেননি মোদি ৷ তাঁর 25 মিনিটের ভাষণের মধ্যে একাধিকবার উপস্থিত জনতাকে দিয়ে এই স্লোগান বলিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: গুজরাতে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি, রয়েছে জনসভাও

এদিনের সভামঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কংগ্রেসকে আক্রমণ করেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, কংগ্রেস গুজরাতের মর্যাদাহানি করছে ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, "গত 20 বছর ধরে যেসমস্ত বিভেদকামী শক্তি গুজরাতের মর্যাদাহানি করেছে, গুজরাত তাদের সকলকে ছুড়ে ফেলে দেবে ৷ "

হিমাচলপ্রদেশে নির্বাচনী প্রচার সেরেই নিজের রাজ্য গুজরাতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ প্রচার শুরুর জন্য বেছে নিয়েছেন কাপরাডা বিধানসভা কেন্দ্রকে (Kaprada Assembly Constituency) ৷ এই বিধানসভা কেন্দ্রটি গুজরাতের ভালসাড (Valsad) জেলার অন্তর্ভুক্ত এবং এটি তফসিলি উপজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷ এমন একটি কেন্দ্রকে মোদি কেন প্রচার শুরুর জন্য বেছে নিলেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, নিজেকে এবং বিজেপি দলকে দলিত, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনজাতির বন্ধু হিসাবে তুলে ধরার জন্যই এই পদক্ষেপ করেছেন মোদি ৷

এদিনের ভাষণে মোদি বুঝিয়ে দেন, তাঁর কাছে ভারতের আদিবাসী সম্প্রদায় কতটা গুরুত্বপূর্ণ ৷ একইসঙ্গে, তাঁর দল আদিবাসীদের জন্য আজ পর্যন্ত কী কী কাজ করেছে, সেই খতিয়ানও তুলে ধরেন তিনি ৷ প্রসঙ্গত, আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পর এই প্রথম গুজরাতে এলেন নরেন্দ্র মোদি ৷ উল্লেখ্য, আগামী 1 এবং 5 ডিসেম্বর, মোট দু'দফায় গুজরাতে ভোট হবে ৷ নির্বাচনের ফল প্রকাশিত হবে আগামী 8 (আট) ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.