ETV Bharat / bharat

Heroin Recovered: পাক ড্রোনে মাদক পাচার, পঞ্জাব সীমান্তে উদ্ধার 17 কোটি টাকার হেরোইন

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 1:12 PM IST

Heroin Recovered
হেরোইন উদ্ধার

Heroin Recovered from Amritsar: পাকিস্তানি ড্রোনের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ ও পঞ্জাব পুলিশের যৌথ বাহিনী ৷ পঞ্জাব সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে 17.5 কোটি টাকার হেরোইন ৷

অমৃতসর, 31 অগস্ট: আবারও সীমান্ত পেরিয়ে ভারতের দিকে এল পাকিস্তানি ড্রোন ৷ তবে সেই ড্রোনের মাধ্যমে মাদক চোরাচালানের পরিকল্পনা ভেস্তে দিয়েছে বিএসএফ ও পঞ্জাব পুলিশ ৷ তাদের যৌথ অভিযানে প্রায় 17.5 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ।

ড্রোনের তথ্য আসে বিএসএফ-এর কাছে: এ বিষয়ে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, অমৃতসরের রানিয়া সীমান্তের গ্রামে ড্রোনটির গতিবিধির খবর পায় বিএসএফ । এর ভিত্তিতে পঞ্জাব পুলিশের সহায়তায় এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় । তল্লাশি চালিয়ে বিএসএফ-এর জওয়ানরা ওই এলাকায় একটি প্লাস্টিকের প্যাকেট থেকে 5টি ছোট বোতল উদ্ধার করেছে, যাতে 2.630 কেজি হেরোইন ছিল ।

বিএসএফ-এর টুইট: বাজেয়াপ্ত হওয়া হেরোইন সিল করে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন বিএসএফ কর্মকর্তারা । এই চালানের আন্তর্জাতিক মূল্য 17.5 কোটি টাকা বলা হচ্ছে । এই বিষয়ে, বিএসএফ পঞ্জাবের সোশাল মিডিয়ায় তথ্য পোস্ট করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ কর্মীরা অমৃতসরের রানিয়া গ্রামে একটি পাকিস্তানি ড্রোনের ফেলে দেওয়া সন্দেহজনক হেরোইন ভর্তি 5টি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছেন ।

আরও পড়ুন: সাম্বা সেক্টরে পাক ড্রোন থেকে ফেলা হল আগ্নেয়াস্ত্র, তদন্তে পুলিশ

গুরুদাসপুরে মাটিতে পুঁতে রাখা চালান: 2 দিনের মধ্যে এই দ্বিতীয় বড় সাফল্য পেলেন বিএসএফ জওয়ানরা । গুরুদাসপুর সীমান্তের কামালপুরা গ্রামে তল্লাশির সময় কাঁটাতারের কাছে মাটিতে পুঁতে রাখা কার্গো উদ্ধার করে বিএসএফ । এটি মাটিতে পুঁতে রাখা একটি ব্যাটারিতে লুকনো অবস্থায় ছিল, যার মধ্যে 6 প্যাকেট হেরোইন এবং 70 গ্রাম আফিমের একটি ছোট প্যাকেট পাওয়া গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.