ETV Bharat / bharat

120টির বেশি বিদেশি যুদ্ধজাহাজ ঘাঁটি গেড়েছে ভারত মহসাগরে: সেনাপ্রধান

author img

By

Published : Dec 12, 2020, 6:41 AM IST

more-than-120-foreign-warships-deployed-in-indian-ocean
more-than-120-foreign-warships-deployed-in-indian-ocean

বিপিন রাওয়াত জানান, বর্তমানে বিভিন্ন দেশের 120টির বেশি যুদ্ধজাহাজ ঘাঁটি গেড়ে রয়েছে ভারত মহাসাগরে । এখনও অবধি শান্তিপূর্ণ প্রতিযোগিতা দেখা যাচ্ছে । তবে, ভবিষ্যতে ভৌগোলিক কারণে কৌশলগত দৌড় শুরু হতে পারে ।

দিল্লি, 11 ডিসেম্বর: 120টির বেশি বেদেশি যুদ্ধজাহাজ ঘাঁটি গেড়েছে ভারত মহাসাগরে, জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। কৌশলগত কারণে যা অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ভবিষ্যতে, জানান সেনাপ্রধান । গ্লোবাল ডায়লগ সেক্রেটারি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি, জানিয়েছে একটি সংবাদমাধ্যম ।

বিপিন রাওয়াত বলেন, বর্তমানে বিভিন্ন দেশের 120টির বেশি যুদ্ধজাহাজ ঘাঁটি গেড়ে রয়েছে ভারত মহাসাগরে । এখনও অবধি শান্তিপূর্ণ প্রতিযোগিতা দেখা যাচ্ছে । তবে, ভবিষ্যতে ভৌগোলিক কারণে কৌশলগত দৌড় শুরু হতে পারে । যা সময়ই বলবে । তিনি আরও বলেন, চিনের অর্থনীতি, লাল সেনার উদ্ধত কার্যকলাপে ভারতে মহাসাগরে যুদ্ধজাহাজের ঘাঁটি গড়ার প্রতিযোগিতা বেড়ে গিয়েছে । বিপিন রাওয়াতের কথায়, শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব বজায় রাখতে দেশের জল সীমান্তের নিরাপত্তা বজায় রাখা জরুরি ।

ভারতের সেনপ্রধান মনে করেন, আসিয়ান দেশগুলির শক্তি বৃদ্ধিতে ভারত-অস্ট্রেলিয়া-জাপান ত্রিপাক্ষিক বন্ধুত্ব প্রয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.