ETV Bharat / bharat

Rajasthan Minor Rape Cases : রাজস্থানে নাবালিকা ধর্ষণ ঊর্ধ্বমুখী, তিন বছরে 5 হাজারেরও বেশি মামলা

author img

By

Published : Mar 25, 2022, 2:09 PM IST

56টি পকসো আদালত রয়েছে ৷ অথচ নাবালিকা ধর্ষণে মাত্র 129 জনকে সাজা দিয়েছে রাজস্থানের এই বিশেষ আদালত (Rajasthan Minor Rape Cases) ৷

Minor Rape Cases in Rajasthan increasing
রাজস্থানে নাবালিকা ধর্ষণের ঘটনা বাড়ছে

জয়পুর, 25 মার্চ : নাবালিকা ধর্ষণের সংখ্যা 5 হাজার ছাড়িয়েছে ! হ্যাঁ, গত তিন বছরে গেহলট সরকারের জমানায় রাজস্থানে 5 হাজার 793টি নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে ৷ এতে 6 হাজার 628 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মাত্র 129 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত (Minor girl rape cases over five thousand in Rajasthan) ৷

রাজ্যে নাবালিকা ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে সমাজকর্মী বিজয় গোয়েল ইটিভি ভারতকে বললেন, "সম্প্রতি বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, 2019-এর জানুয়ারি থেকে 2022-এর জানুয়ারি পর্যন্ত 5 হাজার 793টি ধর্ষণের মামলা রুজু হয়েছে রাজস্থানে ৷"

তিনি আরও জানান, রিপোর্ট অনুযায়ী, প্রতি 4 ঘণ্টায় একজন নাবালিকা ধর্ষিত হয় ৷ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, 6 হাজার 628 জন অভিযুক্তকে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর অভিযোগ, রাজ্যে 56টি পকসো আদালত থাকা সত্ত্বেও মাত্র 129 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : Minor Girl Rape : পাঁচবছর ধরে মেয়েকে ধর্ষণ ! স্বামীর কুকীর্তির কথা ফাঁস করলেন মহিলা

আরেক সমাজকর্মী মনীষা সিংয়েরও দাবি, নাবালিকাদের যথাসময়ে বিচার পাওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব দোষীরা শাস্তি পাক ৷ তিনি বলেন, "এই কারণে পকসো আদালত খোলা হয়েছে ৷ কিন্তু এটা দুশ্চিন্তার যে, রাজ্যে 56টি পকসো আদালত রয়েছে ৷ অথচ এখনও অবধি 129 জন অভিযুক্তকে সাজা দেওয়া হয়েছে ৷ এই ধরনের অপরাধের ক্ষেত্রে যাতে দ্রুত বিচার হয়, তাই আলাদা করে পকসো আদালতের ব্যবস্থা করা হয়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.