ETV Bharat / bharat

বিহারে নাবালিকাকে গণধর্ষণ, পরে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

author img

By

Published : Jan 13, 2021, 6:45 PM IST

এক নাবালিকাকে গণধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটল ৷ মুজাফফরপুরের সাহেবগঞ্জে গত 3 জ়ানুয়ারি পাশবিক এই অপরাধ ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ জানা গিয়েছে, প্রথমে ওই নাবালিকার পরিবার অভিযুক্তদের ভয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়নি ৷ পরে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য় ছড়িয়ে পড়ে ৷

minor-girl-burnt-alive-after-molestation-in-muzaffarpur
বিহারে নাবালিকাকে গণধর্ষণ, পরে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

মুজফফরপুর (বিহার), 13 জ়ানুয়ারি : একের পর এক গণধর্ষণ ও অপরাধ লুকোতে নির্যাতিতাকে খুন বা খুনের চেষ্টা ৷ উত্তরপ্রদেশের হাথরস, বদায়ুঁর পর এবার বিহারের মুজফফরপুর ৷ এবার এক নাবালিকাকে গণধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটল ৷ মুজাফফরপুরের সাহেবগঞ্জে গত 3 জ়ানুয়ারি পাশবিক এই অপরাধ ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ জানা গিয়েছে, প্রথমে ওই নাবালিকার পরিবার অভিযুক্তদের ভয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়নি ৷ পরে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য় ছড়িয়ে পড়ে ৷

এই ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা ৷ সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সারাইয়ার এসডিপিও-র নির্দেশে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছে ৷ তবে, ঘটনাটি প্রকাশ্য়ে আসতেই চার অভিযুক্ত গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে ৷

আরও পড়ুন : বদায়ুঁ গণধর্ষণের ঘটনায় তিন জনের পুলিশি হেপাজত

অন্য়দিকে, আজ বিহারের মধুবনিতে এক মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ করে, তার চোখ নষ্ট করে দেওয়ার ঘটনা সামনে আসে ৷ সেই ঘটনাতেও গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.