ETV Bharat / bharat

Earthquake in Jammu and Kashmir: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উপত্যকা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.6

author img

By

Published : Feb 17, 2023, 11:39 AM IST

Earthquake in Jammu and Kashmir ETV BHARAT
Earthquake in Jammu and Kashmir

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের কাটরা এলাকা (Earthquake in Jammu and Kashmir) ৷ আজ ভোরে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে এর উৎসস্থল ছিল ৷

শ্রীনগর, 17 ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরের কাটরা এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে আজ ভোরে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 (Mild Earthquake Hits in Katra Jammu & Kashmir) ৷ আর ভূমিকম্পের উৎসস্থল কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি কর্তৃপক্ষ ৷ আজ ভোর 5টা 1 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ছিল বলে সিসমোলজি বিভাগ জানিয়েছে ৷

কয়েকদিন আগেই সিকিমের ইউকসোমে ভূমিকম্প অনুভূত হয়েছিল ৷ ফের একবার মৃদু ভূমিকম্পের কেঁপে উঠল উত্তর ভারত ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে 33.10 অক্ষাংশ এবং 75.97 দ্রাঘিমাংশে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 ৷ এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি ৷ উল্লেখ্য, গত সোমবার সিকিমের ইউকসোমে 70 কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয় ৷ সেখানে কম্পনের মাত্রা ছিল 4.3 ৷

  • An earthquake with a magnitude of 3.6 on the Richter Scale hit 97 km East of Katra, Jammu and Kashmir, today at 5:01 am IST: National Centre for Seismology pic.twitter.com/Gmv0giTHpx

    — ANI (@ANI) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, গত 6 ফেব্রুয়ারি তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় হওয়া ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 41 হাজার পেরিয়ে গিয়েছে ৷ ভয়েস অফ আমেরিকার তরফে এমনটাই জানানো হয়েছে ৷ অন্যদিকে, বৃহস্পতিবার তুরস্কের ডেব্রিসে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই মহিলাকে জীবিত উদ্ধার করা হয়েছে ৷ তাঁরা হাসপাতালে ভরতি রয়েছেন ৷ অন্যদিকে, অন্তাকায়ায় এক মহিলা এবং তাঁর 2 সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে ভূমিকম্পের 228 ঘণ্টা পরে ৷

আরও পড়ুন: সিকিমের ইউকসোমে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা 4.3

লক্ষ লক্ষ মানুষ যাঁরা এই ভূমিকম্পে প্রাণে বেঁচেছেন ৷ কিন্তু, তাঁদের অধিকাংশই ঘরছাড়া ৷ ভূমিকম্পে তাঁদের বাড়ি ভেঙে পড়েছে ৷ এই পরিস্থিতিতে তুরস্ক এবং সিরিয়ার প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৷ এই ভয়াবহ ঠান্ডায় খোলা আকাশের নিচে বহু মানুষকে দিনযাপন করতে হচ্ছে ৷ পরিস্থিতি সামাল দিতে তুরস্ক সরকারের থেকে মানবিকতার স্বার্থে সাহায্যের আবেদন করা হয়েছে, বিশ্বের সব দেশের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.