ETV Bharat / bharat

Missionaries of Charity FCRA registration : বিদেশি অনুদানে ছাড়পত্র পেল মিশনারিজ অফ চ্যারিটি, কেন্দ্রকে কটাক্ষ করে টুইট মহুয়া মৈত্রর

author img

By

Published : Jan 8, 2022, 10:52 AM IST

Updated : Jan 8, 2022, 1:21 PM IST

শেষমেশ মাদার টেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির এফসিআরএ রেজিস্ট্রেশনে ছাড়পত্র দিল স্বরাষ্ট্র মন্ত্রক (MHA restores Missionaries of Charity FCRA registration) ৷ এবার বিদেশ থেকে আসা অর্থ ব্যবহার করতে পারবে এই প্রতিষ্ঠান ৷ এর পিছনে রাজনৈতিক কারণ, নাকি আন্তর্জাতিক চাপ, কোনটা, টুইট করে লিখেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

Missionaries of Charity FCRA registration
মিশনারিজ অফ চ্যারিটি

নয়াদিল্লি, 8 জানুয়ারি : মিশনারিজ অফ চ্যারিটির এফসিআরএ রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে (MHA restores Missionaries of Charity FCRA registration) ৷ টুইট করে একে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক'ও ব্রায়েন ৷ আরেকদিকে বিধানসভা নির্বাচনের আগে এটা কোনও রাজনৈতিক চাল নয় তো, প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

শনিবার ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট-এর (Foreign Contribution Regulation Act) ওয়েবসাইটের এফসিআরএ রেজিস্টার্ড সংস্থার তালিকায় দেখা গেল মাদার টেরেসা প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের নাম ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে মিশনারিজ অফ চ্যারিটি ৷ তাই ফের এফসিআরএ তালিকাভুক্ত করা হল এই প্রতিষ্ঠানকে ৷

প্রায় দু'সপ্তাহ আগে তাদের এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ করার বদলে তা বাতিল করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এই দফতর ৷ বিদেশ থেকে আসা অর্থ ব্যবহারের ক্ষেত্রে এই লাইসেন্স থাকা এবং পুনর্নবীকরণ করা প্রয়োজন ৷

আরও পড়ুন : Missionaries of Charity Account Freeze : ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের আবেদন করেছিল মিশনারিজ অফ চ্যারিটিই, দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের

আজ এই পদক্ষেপের ফলে সংস্থার 250টিরও বেশি অ্যাকাউন্টে বিদেশ থেকে ফের অর্থ আসবে ৷ এর আগে কেন্দ্রীয় সরকারের এই প্রতিষ্ঠানের 'পরিপন্থী তথ্য' (adverse inputs) পেয়ে লাইসেন্স পুনর্নবীকরণ করেনি বলে জানিয়েছিল ৷ কিন্তু সেই তথ্য কী, তা নিয়ে নির্দিষ্ট কিছু জানায়নি কেন্দ্র ৷

তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (TMC MP Derek O'Brien) টুইট করে জানান, "মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটি এফসিআরএ রেজিস্ট্রেশন ফিরে পেয়েছে ৷ 'পরিপন্থী তথ্য' বহু মানুষকে হয়রান করেছে আর দু'সপ্তাহের মধ্যে তা অদৃশ্য হয়ে গেল ৷ ভালবাসার ক্ষমতা 56 ইঞ্চির শক্তির তুলনায় অনেক বেশি ৷" তিনি এর সঙ্গে একটি স্ক্রিন শট পোস্ট করেন ৷

  • The FCRA registration for Mother Teresa’s Missionaries of Charity is back. (Screenshot👇) The ‘adverse inputs’ harassed so many and then disappeared in two weeks.

    The POWER OF LOVE is stronger than the power of 56 inch. pic.twitter.com/TQmMKRTe7N

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) January 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একে রাজনৈতিক চাল হিসেবে দেখছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ টুইট করে তিনি লিখেছেন, "মিশনারিজ অফ চ্যারিটির এফসিআরএ লাইসেন্স ফের কার্যকর হল ৷ এটা কি আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ? ভালোবাসা আর দয়াদাক্ষিণ্য জেগে উঠেছে ? নাকি গোয়ায় খ্রিশ্চান ভোট হারানোর ভয় ?"

  • FCRA license for Missionaries of Charity reinstated.
    International pressure?
    Love & charity prevailed?

    Or fear losing Christian votes in Goa?

    — Mahua Moitra (@MahuaMoitra) January 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

25 ডিসেম্বর বড়দিনে মিশনারিজ অফ চ্যারিটির এফসিআরএ লাইসেন্স বাতিল হয়ে যায় ৷ এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রকে আক্রমণ করেন ৷ স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য জানিয়েছিল, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখার কোনও অনুরোধ আসেনি তাদের কাছে ৷

আরও পড়ুন : Missionaries of Charity Account Freeze : মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ‘তালা’ কেন্দ্রের, হতবাক মমতা

লাইসেন্স কেন বাতিল হল, তা নিয়ে কেন্দ্রের তরফে স্পষ্ট করে কোনও কারণ দর্শানো হয়নি ৷ কিন্তু এর এক সপ্তাহ আগে গুজরাটে পুলিশ এই প্রতিষ্ঠানের এক ডিরেক্টরের বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগ আনে ৷ তিনি গুজরাটে মিশনারিজ অফ চ্য়ারিটির একটি অনাথ আশ্রমের আধিকারিক ৷ লাইসেন্স বাতিলের ফলে মিশনারিজ অফ চ্যারিটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অনুরোধ জানায়, তাদের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার জন্য ৷

মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকে লাইসেন্স পুনর্নবীকরণ বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, যতক্ষণ না পর্যন্ত বিষয়টি মিটছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কেন্দ্রগুলিকে এফসি (ফরেন কনট্রিবউশন) অ্যাকাউন্টে কোনও লেনদেন করতে নিষেধ করে দিয়েছি ৷ এই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন : Odisha helps Missionaries of Charity : মিশনারিজ অফ চ্যারিটিকে সাহায্যের আশ্বাস দিলেন নবীন পট্টনায়ক

Last Updated : Jan 8, 2022, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.