Ganesh Puja 2023: 69 কেজি সোনার আভরণে সাজলেন গণপতি, মানুষের ঢল আন্ধেরির জিএসবি সেবা মণ্ডলের পুজোয়

Ganesh Puja 2023: 69 কেজি সোনার আভরণে সাজলেন গণপতি, মানুষের ঢল আন্ধেরির জিএসবি সেবা মণ্ডলের পুজোয়
Ganesh Chaturthi: মুম্বইয়ে জিএসবি সেবা মণ্ডলের গণেশ ছাপিয়ে গিয়েছে বাকি সব বিখ্যাত গণেশ পুজোকে ৷ 69 কেজি সোনা ও 336 কেজি রূপো দিয়ে সাজানো গণেশ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা ৷
মুম্বই, 19 সেপ্টেম্বর: চতুর্থী থেকে শুরু হয় গণেশ উৎসব ৷ দশদিন ধরে ধুমধাম করে গণপতি বাপ্পার পুজোয় মেতে ওঠে মুম্বই নগরী ৷ 'লালবাগ চা রাজা', 'চিঞ্চপোকলিচা চিন্তামণি', 'খেতওয়াড়ি চা রাজা'র মতোই বিখ্যাত, জিএসবি গণপতির পুজো ৷ এই বছর জিএসবি-র গণেশ ছাপিয়ে গিয়েছে বাকি সব বিখ্যাত পুজোকে ৷ 69 কেজি সোনা ও 336 কেজি রূপো দিয়ে তৈরি হয়েছে এই গণেশ ৷ শুধু তাই নয়, জিএসবি সার্ভিস বোর্ড এই গণেশের জন্য ইন্সুরেন্স করিয়েছে 360.45 কোটি টাকার ৷
1955 সালে মুম্বইয়ের ওয়াডালার কটক রোডের দ্বারকানাথ ভবনে 14 ইঞ্চির গণেশ এনে প্রথম পুজো শুরু করা হয়েছিল ৷ আজ এই আকার নিয়েছে মহোৎসবের ৷ জিএসবি সেবা মণ্ডলের এই পুজো বর্তমানে সোনার গণেশ নামেও বিখ্যাত ৷ এই গণেশের বিশেষত্ব হল, 69 কেজি সোনা ও 336 কেজি রূপো ব্যবহার করা হয়েছে এই গণেশের সাজ সজ্জায় ৷ চলতি বছর 69তম বর্ষে পা দিয়েছে এই পুজো ৷ জেএসবির গণেশ পুজো ঘিরে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও ৷ ফেস রেকগনিশন সিস্টেমের পাশাপাশি নিরাপত্তার পাশাপাশি চারিদিকে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা ৷
'দ্য কিং অফ অন্ধেরি' তথা গণপতির শুধু গয়নার মূল্যই 2 কোটি 50 লক্ষ টাকা ৷ তার সঙ্গে রয়েছে সোনার ইঁদুর, রূপোর পা ও লাল পান্না বসানো রূপোর মুকুট ৷ জিএসবি সেবা মণ্ডলের ভাইস চেয়ারম্যান রাঘবেন্দ্র জি ভাট জানিয়েছেন, এই বছর মণ্ডলের তরফে 360.45 কোটি টাকার ইন্সিওরেন্স নেওয়া হয়েছে ৷ গত বছর গণপতির ইন্সিওরেন্স প্ল্যান ছিল 316.40 কোটি টাকা ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এই বছর খুব বড় করে যজ্ঞ করা হবে ৷ দেশের মঙ্গল কামনায় ও চন্দ্রযান 3-র সাফল্যের কারণে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে ৷
গত বছরের মতো এই বছরও আয়োজন করা হয়েছে মুম্বইয়ের মোরায়ার জমকালো প্রতিযোগিতা। এছাড়াও, মুম্বই বিজেপির সভাপতি এবং বিধায়ক আশিস শেলার জানিয়েছেন গণেশোৎসব, দহিহান্ডি উৎসব, নবরাত্রি উৎসব-সহ বিভিন্ন উৎসব উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে ৷ মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার সম্প্রতি জানিয়েছেন যে এই বছরও গ্র্যান্ড গণেশোৎসব প্রতিযোগিতা "মুম্বাই চি মোরিয়া" অনুষ্ঠিত হবে।
