ETV Bharat / bharat

Ganesh Laddu Auction: রেকর্ড দাম উঠল নিলামে, গণপতির লাড্ডু বিকোল 25 লাখে

হায়দরাবাদে গণপতির লাড্ডু বিকোল 24.60 লাখ টাকায় (Ganesh Laddu Auction)৷ এ বার নিলামে রেকর্ড দাম উঠেছে বালাপুরে (Balapur Ganesh laddu) গণেশ পুজোয় ৷

Hyderabad Ganesh laddu auctioned for record Rs 24.60 lakh
রেকর্ড দাম উঠল নিলামে, গণপতির লাড্ডু বিকোল 25 লাখে
author img

By

Published : Sep 9, 2022, 2:15 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: গণপতির লাড্ডু (Ganesh Laddu Auction) বিকোল রেকর্ড প্রায় 25 লাখে ৷ শুক্রবার হায়দরাবাদের বালাপুরে (Balapur Ganesh laddu) গণেশ পুজোর প্রসাদ 21 কেজির লাড্ডু 24.60 লাখ টাকায় কিনলেন ব্যবসায়ী ভি লক্ষ্মা রেড্ডি ৷ গণেশ পুজোর বিসর্জনের শুরুতে আয়োজিত নিলামে সব ক্রেতাদের পেছনে ফেলে দিলেন বালাপুর গণেশ উৎসব সমিতির ওই সদস্য ৷

তেলাঙ্গানার শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি, প্রাণিসম্পদক উন্নয়ন মন্ত্রী টি. শ্রীনিবাস ও হায়দরাবাদের প্রাক্তন মেয়র টি. কৃষ্ণ রেড্ডির উপস্থিতিতে আয়োজিত ওই নিলামে মোট 9 জন অংশ নিয়েছিলেন ৷ এর মধ্যে তিন জন ছিলেন ওই এলাকার বাইরের বাসিন্দা ৷ কয়েকশো ভক্তের সমাগমের মধ্যেই নিলামে উঠল গণপতির লাড্ডু ৷ সবার বিশ্বাস, ওই লাড্ডুই আনবে সুখ-সমৃদ্ধি ৷ গত বছর এই লাড্ডুর দাম উঠেছিল 18.90 লাখ টাকা ৷ অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদের সদস্য রমেশ যাদব ও ব্যবসায়ী শশাঙ্ক রেড্ডি সেই লাড্ডু কিনেছিলেন ৷

এই লাড্ডুর নিলামের মধ্যে দিয়েই শুরু হয় বালাপুরের গণেশের বিসর্জনের অনুষ্ঠান ৷ শহরের নানা প্রান্ত ঘুরে গণপতিকে নিয়ে যাওয়া হয় হুসেন সাগর লেকের ধারে ৷ সেখানেই হয় বিসর্জন ৷ প্রতি বছর এই লাড্ডুর নিলামের আয়োজন করা হয় বলে জানিয়েছেন বালাপুর গণেশ উৎসব সমিতি ৷ 1994 সালে হওয়া প্রথম নিলামে লাড্ডুর দাম উঠেছিল 450 টাকা ৷

আরও পড়ুন: হায়দরাবাদে সিদ্দিকির গণেশ পুজো, এলাকায় সম্প্রীতির বার্তা

তখন থেকেই এই নিলাম এলাকায় যথেষ্ট জনপ্রিয় ৷ নিলামে যিনি জয়ী হন, তাঁর উন্নতি হবে - এই আশায় একের পর এক সবাই দর হাঁকাতে থাকেন লাড্ডু কেনার জন্য ৷ যিনি এই লাড্ডু কেনেন, তিনি নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের তা খাওয়ানোর পাশাপাশি নিজের কৃষিক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র, বাড়ি ও অফিসে লাড্ডু ভেঙে ছড়িয়েও দেন ৷ কোভিডের কারণে 2020 সালে এই নিলাম বাতিল করা হয়েছিল ৷

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: গণপতির লাড্ডু (Ganesh Laddu Auction) বিকোল রেকর্ড প্রায় 25 লাখে ৷ শুক্রবার হায়দরাবাদের বালাপুরে (Balapur Ganesh laddu) গণেশ পুজোর প্রসাদ 21 কেজির লাড্ডু 24.60 লাখ টাকায় কিনলেন ব্যবসায়ী ভি লক্ষ্মা রেড্ডি ৷ গণেশ পুজোর বিসর্জনের শুরুতে আয়োজিত নিলামে সব ক্রেতাদের পেছনে ফেলে দিলেন বালাপুর গণেশ উৎসব সমিতির ওই সদস্য ৷

তেলাঙ্গানার শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি, প্রাণিসম্পদক উন্নয়ন মন্ত্রী টি. শ্রীনিবাস ও হায়দরাবাদের প্রাক্তন মেয়র টি. কৃষ্ণ রেড্ডির উপস্থিতিতে আয়োজিত ওই নিলামে মোট 9 জন অংশ নিয়েছিলেন ৷ এর মধ্যে তিন জন ছিলেন ওই এলাকার বাইরের বাসিন্দা ৷ কয়েকশো ভক্তের সমাগমের মধ্যেই নিলামে উঠল গণপতির লাড্ডু ৷ সবার বিশ্বাস, ওই লাড্ডুই আনবে সুখ-সমৃদ্ধি ৷ গত বছর এই লাড্ডুর দাম উঠেছিল 18.90 লাখ টাকা ৷ অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদের সদস্য রমেশ যাদব ও ব্যবসায়ী শশাঙ্ক রেড্ডি সেই লাড্ডু কিনেছিলেন ৷

এই লাড্ডুর নিলামের মধ্যে দিয়েই শুরু হয় বালাপুরের গণেশের বিসর্জনের অনুষ্ঠান ৷ শহরের নানা প্রান্ত ঘুরে গণপতিকে নিয়ে যাওয়া হয় হুসেন সাগর লেকের ধারে ৷ সেখানেই হয় বিসর্জন ৷ প্রতি বছর এই লাড্ডুর নিলামের আয়োজন করা হয় বলে জানিয়েছেন বালাপুর গণেশ উৎসব সমিতি ৷ 1994 সালে হওয়া প্রথম নিলামে লাড্ডুর দাম উঠেছিল 450 টাকা ৷

আরও পড়ুন: হায়দরাবাদে সিদ্দিকির গণেশ পুজো, এলাকায় সম্প্রীতির বার্তা

তখন থেকেই এই নিলাম এলাকায় যথেষ্ট জনপ্রিয় ৷ নিলামে যিনি জয়ী হন, তাঁর উন্নতি হবে - এই আশায় একের পর এক সবাই দর হাঁকাতে থাকেন লাড্ডু কেনার জন্য ৷ যিনি এই লাড্ডু কেনেন, তিনি নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের তা খাওয়ানোর পাশাপাশি নিজের কৃষিক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র, বাড়ি ও অফিসে লাড্ডু ভেঙে ছড়িয়েও দেন ৷ কোভিডের কারণে 2020 সালে এই নিলাম বাতিল করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.