ETV Bharat / bharat

Muslim Worships Ganesh: হায়দরাবাদে সিদ্দিকির গণেশ পুজো, এলাকায় সম্প্রীতির বার্তা

author img

By

Published : Sep 8, 2022, 1:13 PM IST

ETV Bharat
ETV Bharat

তিনি হিন্দু নন, অন্য সম্প্রদায়ের ৷ তাতে কিছু যায় আসে না ৷ তেলেঙ্গানার হায়দরাবাদে প্রতি বছর গণেশ পুজো (Ganesh Chaturthi) করে আসছেন মহম্মদ সিদ্দিকি ৷ তাঁর সঙ্গে থাকেন হিন্দু বন্ধুরাও (Ganesh idol in Hyderabad depicting harmony and brotherhood) ৷

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: গণেশ পুজোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি ৷ তেলেঙ্গানার হায়দরাবাদে অন্য ধর্মের ব্যক্তি গণেশের মূর্তি স্থাপন করেন ৷ তাঁর নাম মহম্মদ সিদ্দিকি ৷ তিনি রাম নগরের বাসিন্দা ৷ তিনি এবং তাঁর বন্ধুরা মিলে সিদ্ধাদাতার পুজো করেছেন ৷ রংবেরঙের আলো দিয়ে তাঁরা প্যান্ডেল সাজিয়েছেন ৷ আছে ফুলের মালা ৷ মহম্মদ সিদিক্কি জানান, তিনি 18 বছর ধরে গণেশ পুজো করছেন ৷ প্রার্থনা করেন, যাতে সবাই মিলে একসঙ্গে থাকা যায় (Muslim man installs Ganesha idol in Hyderabad Telangana) ৷

গণেশ পুজো প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের বন্ধুদের মধ্যেও হিন্দু আর মুসলিম নিয়ে আলাদা কোনও অনুভূতি নেই ৷ তাঁরা আমাদের মসজিদে আসেন ৷ আমার অনেক হিন্দু বন্ধু ইফতারের পার্টিতে যোগ দেন ৷ আমি এই গণেশ পুজোর অনুমতি নিয়েছি ৷ আমি অন্নদান (annadan) করেছি ৷" সিদ্ধিদাতার আরাধানার পর তাঁর উন্নতি হয়েছে ৷ ওই এলাকায় মানুষের কাছ থেকে শ্রদ্ধা পেয়েছেন সিদ্দিকি ৷ বিনায়ককে দেওয়া লাড্ডুর ওজন 251 কেজি ৷ প্যান্ডেলের মাথায় উড়ছে হনুমান এবং গাড়ুদা (Hanuman and Garuda are flying atop), জানালেন পুজোকর্তা ৷ ন'দিনের মাথায় গণেশ মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন: নিজামের শহরে নজর কাড়ছে 17 হাজার নারকেলের তৈরি গণেশ

সিদ্দিকির এক বন্ধু বর্ধন রেড্ডি ৷ তিনি হায়দরাবাদের এলবি নগরের বাসিন্দা ৷ গণেশ পুজো দেখতে এসে তিনি বললেন, "প্রতি বছর আমরা এখানে আসি এবং পুজো করি ৷ গণেশ দেবতার মূর্তি খুব সুন্দর ৷ পুজো শুরুর পর থেকে অনেক উন্নতি হয়েছে ৷ হিন্দু এবং মুসলিম- দুই সম্প্রদায় একসঙ্গে উৎসব পালন করছে ৷ তাঁরা সবাই এখানে এসে উৎসবে অংশ নেন ৷ আমরাও তাঁদের উৎসবে যাই, আনন্দ করি ৷"

এই দলেরই এক সদস্য ভেঙ্কটেশ শর্মা ৷ তিনি বললেন, "12 বছর ধরে গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi celebration) গণেশ মূর্তি স্থাপন করা হচ্ছে ৷ সিদ্দিকি শুধু মূর্তিই আনেন না, পুজোয় অংশ নেন ৷ খুব ভালো লাগে ৷ এখানে ধনী, গরিব কোনও ভেদাভেদ নেই ৷ আমরা সবাই উৎসব পালন করি ৷ এখানে কোনও জাত, ধর্মের কোনও বিভেদ নেই (no caste or religious differences) ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.