ETV Bharat / bharat

তিন রাজ্যে গেরুয়া ঝড়কে জনতার মনোভাবের সঙ্গে জুড়লেন মোদি, মনে করালেন উন্নয়নের কথা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 5:02 PM IST

Updated : Dec 3, 2023, 11:01 PM IST

ETV Bharat
নরেন্দ্র মোদি

Narendra Modi: রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভোটের ফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই তিন রাজ্যে বিজেপির জয়কে সুশাসন ও উন্নয়নের প্রতি মানুষের বিশ্বাস বলে ব্যাখ্যা করেছেন তিনি ৷

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসকে পরাস্ত করে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির জয় নিশ্চিত হতেই রবিবার ভোটারদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, "জনতা-জনার্দনকে নমস্কার ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভোটের ফল প্রমাণ করছে যে দেশের মানুষের বিশ্বাস কেবলমাত্র সুশাসন ও উন্নয়নের রাজনীতির প্রতি রয়েছে ৷ মানুষের বিশ্বাস আছে বিজেপির প্রতি ৷" তেলেঙ্গানায় ক্ষমতাসীন বিআরএসকে হারিয়ে কংগ্রেস জিতলেও সোশাল মিডিয়ায় তাঁর বার্তায় তেলেঙ্গানার মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ফল নিয়ে এদিন হিন্দিতে তাঁর এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ লিখেছেন, "বিজেপির প্রতি বিশ্বাস, স্নেহ ও আশীর্বাদ দেওয়ার জন্য আমি এই রাজ্যগুলিতে আমার পরিবার বিশেষ করে মা-বোন ও যুব সমাজকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি ৷ আমি কথা দিচ্ছি আপনাদের কল্যাণের জন্য আমরা নিরন্তর কঠোর পরিশ্রম করে যাব ৷" একইসঙ্গে এদিন দলীয় কর্মীদেরও ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী ৷ বিজেপির উন্নয়ন ও গরিব কল্যাণের নীতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিজেপি কর্মীদের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে বিকশিত ভারতের লক্ষ্যে উন্নয়নের জন্য তাঁরা যে কাজ করে যাবেন এদিন তাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

  • जनता-जनार्दन को नमन!

    मध्य प्रदेश, राजस्थान और छत्तीसगढ़ के चुनाव परिणाम बता रहे हैं कि भारत की जनता का भरोसा सिर्फ और सिर्फ सुशासन और विकास की राजनीति में है, उनका भरोसा @BJP4India में है।

    भाजपा पर अपना स्नेह, विश्वास और आशीर्वाद बरसाने के लिए मैं इन सभी राज्यों के परिवारजनों…

    — Narendra Modi (@narendramodi) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইসঙ্গে এদিন তেলেঙ্গানাবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এখানে বিআরএসকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দক্ষিণের এই রাজ্যকে নিয়ে এদিন আলাদা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ ইংরাজি ও তেলুগুতে তিনি লিখেছেন, "গত কয়েক বছর ধরে বিজেপির প্রতি তেলেঙ্গানাবাসীর সমর্থন ক্রমে বেড়েছে ৷ এখানকার মানুষের সঙ্গে আমাদের বন্ধন দৃঢ় হয়েছে ৷ এখানকার ভাই-বোনেদের ধন্যবাদ জানাই ৷"

  • My dear sisters and brothers of Telangana,

    Thank you for your support to the @BJP4India. Over the last few years, this support has only been increasing and this trend will continue in the times to come.

    Our bond with Telangana is unbreakable and we will keep working for the…

    — Narendra Modi (@narendramodi) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদে কোনও মুখকে সামনে না-রেখেই ভোটের ময়দানে নেমেছিল বিজেপি ৷ প্রচারে গেরুয়া শিবিরের মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ৷ ফলে তিন রাজ্যের এই জয়কে বিজেপি ইতিমধ্যেই মোদি ম্যাজিক ও তাঁর উন্নয়ন পরিকল্পনার জয় বলে প্রচার করতে শুরু করেছে ৷ মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি ৷ এর পিছনে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের 'লাডলি বেহানা'-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের বড় অবদান রয়েছে বলে মনে করা হলেও, এবার বিজেপি শিবরাজকেই ফের মুখ্যমন্ত্রী পদে ফেরাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ ফলে রাজস্থান ও ছত্তিশগড়ের সঙ্গে মধ্যপ্রদেশের জয়কেও বিজেপি একাধারে দলের জয় হিসেবেই ব্যাখ্যা করছে ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশ-রাজস্থানে 'ল্যান্ডস্লাইড', ছত্তিশগড়ে ফের পদ্ম ফুটিয়ে সন্ধেয় কর্মীদের বার্তা মোদির!
  2. বিজেপি ক্ষমতা দখল করলে রাজস্থানে কে হবেন মুখ্যমন্ত্রী ? চর্চায় 3 নাম
  3. 'সাময়িক বিপত্তি' কাটিয়ে উঠবে দল, বললেন হতাশ খাড়গে
Last Updated :Dec 3, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.