ETV Bharat / bharat

Love in Asylum: মনের যত্ন নিতে এসে মনের আদানপ্রদান, বিয়ের পিঁড়িতে মহেন্দ্রান-দীপা

author img

By

Published : Oct 27, 2022, 10:49 PM IST

Updated : Oct 27, 2022, 10:57 PM IST

Etv Bharat
Etv Bharat

মানসিক চিকিৎসার জন্য কিলপাক্কাম আশ্রয়কেন্দ্রে এসেছিলেন 42 বছর বয়সি মহেন্দ্রান । ভেলোর থেকে ওই আশ্রয়কেন্দ্রেই এসেছিলেন 36 বছর বয়সি দীপাও । সেখানেই যে কখন মনের আদানপ্রদান হয়ে গিয়েছে তা বুঝতেই পারেননি তাঁরা ( Marriage of two patients of Chennai mental asylum) ।

চেন্নাই, 27 অক্টোবর: এসেছিলেন মনের চিকিৎসা করাতে । সেখানেই যে কখন মনের আদানপ্রদান হয়ে গিয়েছে তা বুঝতেই পারেননি মহেন্দ্রান । আগামিকাল দীপার (Chennai Mental Asylum) হাত ধরে নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি । জুটির নয়া সফরে আনন্দ ধরছে না কিলপাক্কাম আশ্রয়কেন্দ্রের আবাসিক, চিকিৎসকদের (Marriage of two patients of Chennai Mental Asylum) ।

দু'বছর আগে মানসিক চিকিৎসার জন্য কিলপাক্কাম আশ্রয়কেন্দ্রে এসেছিলেন 42 বছর বয়সি মহেন্দ্রান । পারিবারিক বিবাদের কারণে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে ভুগছিলেন মহেন্দ্রান । অন্যদিকে, ভেলোর থেকে ওই আশ্রয়কেন্দ্রেই এসেছিলেন 36 বছর বয়সি দীপা । বাবার মৃত্যুর পর থেকেই ডিপ্রেসনে ভুগতে শুরু করেন তিনি । দু'জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই দু'জনের মধ্যে প্রেমের শুরু ।

মহেন্দ্রন বলেন, "আমি পারিবারিক সম্পত্তির সমস্যার কারণে মানসিক অসুস্থতায় ভুগছিলাম । ডাক্তারের পরামর্শে হাসপাতালে এসে চিকিৎসা করাই । এরপর আমি কিলপাক্কাম সাইকিয়াট্রিক হাসপাতালের ডে কেয়ার সেন্টারে কাজ শুরু করি । সেখানেই দীপাও চিকিৎসা করাতে আসেন । আমার দায়িত্ব ছিল ওর দেখভাল করা । সেখানেই ওকে দেখে ভালো লেগে যায় ।" অন্যদিকে দীপা ইটিভি ভারতকে বলেন, 'আমার বাবা 2016 সালে মারা যান । মৃত্যুর শোক সইতে না-পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি । কিলপাক্কাম হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য এসেছিলাম । মহেন্দ্রান সেখানেই বিয়ের প্রস্তাব দেয় । আমি ওকে দেখে রাজি হয়ে যাই ।"

আরও পড়ুন: পরিবর্তন ! হোমের আবাসিক পেল নিজের ঘর

কিলপাক্কাম গভর্নমেন্ট সাইকিয়াট্রিক হাসপাতালের ডাক্তার ডাঃ সঙ্গীতা বলেন, "মহেন্দ্রান এবং দীপা দু'জনেই জানিয়েছেন যে তাঁরা বিয়ে করতে চান । আমরা তাঁদের ইচ্ছাকে সম্মতি দিয়েছি । তাঁরা আপাতত সুস্থ হয়ে উঠেছেন । যদিও ভবিষ্যতে চিকিৎসকের পরামর্শ মেনেই চলতে হবে ।" শুক্রবার বিধায়কের উদ্যোগে হাসপাতালেই তাঁদের চারহাত এক হবে ।

Last Updated :Oct 27, 2022, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.