ETV Bharat / bharat

ভারত কখনওই সবচেয়ে জঘন্য জঙ্গি হামলা ভুলবে না, 26/11 নিয়ে মন কি বাতে সরব মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 1:33 PM IST

PM Mann ki Baat
মন কি বাতে প্রধানমন্ত্রী

PM Modi on 26/11 Mumbai Terror Attack: 26/11 মুম্বই হামলা নিয়ে মন কি বাতে সরব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এ দিন বলেন, ভারত কখনওই সবচেয়ে জঘন্য জঙ্গি হামলার কথা ভুলবে না ৷

নয়াদিল্লি, 26 নভেম্বর: রবিবারে 'মন কি বাত' রেডিয়ো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে স্বাভাবিক ভাবেই উঠে এল 26/11 মুম্বই হামলার কথা ৷ এই ঘটনাকে দেশের সবচেয়ে জঘন্য জঙ্গি হামলা বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দিনটা কোনওদিন ভারতীয়রা ভুলতে পারবে না ৷ এই জঙ্গি হামলা মুম্বই এবং সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছিল বলে জানিয়ে মোদি বলেন, ভারত নিজেকে জঙ্গি হামলা থেকে পুনরুদ্ধার করেছে এবং সাহসের সঙ্গে সন্ত্রাসবাদ দমন শুরু করেছে ।

26/11 মুম্বই হামলা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদির মন্তব্য এ দিন উঠে আসে মন কি বাতের 107তম সংস্করণে ৷ মাসিক এই রেডিয়ো অনুষ্ঠান 22টি ভারতীয় এবং চিনা, ইন্দোনেশিয়ান, বেলুচি, আরবি ও ফার্সি-সহ 11টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয় । আজ 26/11 হামলার 15তম বার্ষিকী । 2008 সালের ঠিক এই দিনে, 10 জনেরও বেশি লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি পাকিস্তান থেকে সমুদ্রপথে এসেছিল এ দেশে ৷ তারা মুম্বইতে 60 ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে এবং গুলি করে হত্যা করেছে বহু মানুষকে । সেই দিনে প্রাণ হারানো প্রত্যেকের প্রতি আজ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন যে, জাতি সেই সাহসী শহিদদের স্মরণ করছে ।

'সংবিধান দিবস' হিসাবে 26 নভেম্বরের গুরুত্বের কথাও এ দিন মন কি বাতে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন তিনি জনগণের উদ্দেশে বলেন যে, একটি উন্নত ভারতের লক্ষ্য পূরণ করা হবে । 1949 সালের এই দিনেই, গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং সংবিধান তৈরি করতে দুই বছর, 11 মাস এবং 18 দিন সময় লেগেছিল ৷

প্রধানমন্ত্রী মোদি এ দিন আরও বলেন যে, 2015 সালে বিআর আম্বেদকরের 125 তম জন্মবার্ষিকী উদযাপন করে তখনই আজকের এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে উদযাপনের ধারণাটি এসেছিল । প্রায় ষাটটি দেশের সংবিধানের নিবিড় অধ্যয়নের পরে ভারতীয় সংবিধান তৈরি করা হয়েছিল এবং এটি চূড়ান্ত করা হয়েছিল । ছিল প্রায় 2000টি সংশোধনী ।

সাম্প্রতিক উত্সবগুলিতে 4 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে এবং ভারতে তৈরি পণ্য কেনার জন্য প্রচুর উত্সাহ দেখা গিয়েছে । 'স্বচ্ছ ভারত অভিযান' এবং 'ভোকাল ফর লোকাল' প্রচারে জড়িতদের এ দিন ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী । তাঁর কথায়, 'ভোকাল ফর লোকাল'-এর সাফল্য 'উন্নত ভারত-সমৃদ্ধ ভারত'-এর দরজা খুলে দিচ্ছে ৷

আরও পড়ুন:

  1. আজ জাতীয় সংবিধান দিবস, গণতান্ত্রিক আদর্শ ও নাগরিক দায়িত্বের উদযাপন
  2. 26/11-র পনেরো বছর! দগ্ধ স্মৃতি নিয়েই এগিয়ে চলেছে 'মুম্বই মেরি জান'
  3. অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন, মুম্বই হামলার 15 বছরে সেই ছোটু চা-ওয়ালার সঙ্গে কথা বলল ইটিভি ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.