Mamata Banerjee : মহিলাদের রেশন ডিলারশিপ দিতে জোর মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Nov 16, 2021, 5:24 PM IST

Updated : Nov 16, 2021, 8:30 PM IST

Mamata Banerjee

সূচনা হয়েছিল আগেই । নির্বাচনী প্রতিশ্রুতি মেনে এবার রাজ্যে চালু হয়ে গেল দুয়ারে রেশন প্রকল্প ৷

কলকাতা, 16 নভেম্বর : এবার থেকে ঘরে ঘরেই পৌঁছে যাবে রেশন ৷ নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করলেন ৷ একইসঙ্গে মহিলাদের রেশনের ডিলারশিপ দিতেও তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার নেতাজি ইন্ডোরে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী । উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, খাদ্য-প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণী কল্যাণ মন্ত্রী স্বপন দেবনাথ।

2021 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের অন্যতম হাতিয়ার ছিল ‘দুয়ারে রেশন’ ৷ তৃতীয়বার ক্ষমতায় এসেই সেই প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছিলেন তিনি ৷ তার সঙ্গে এবার যুক্ত হল মহিলাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও ৷ ভোটের আগেই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা নির্বাচনে জিতে সেই ‘লক্ষীর ভান্ডার’ চালুও করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাতে ব্যাপক সাড়াও পড়েছে ৷ এছাড়া প্রথমবার ক্ষমতায় এসে ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র মতো প্রকল্প চালু করেছিলেন মমতা ৷ লক্ষ্য মহিলাদের সমর্থন আদায় ৷ সেই লক্ষ্যেই এবার নেতাজী ইন্ডোরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের রেশন ডিলারশিপ পেতে অগ্রাধিকার পাবেন মহিলারা ৷

আরও পড়ুন : Municipal Election : পৌর নির্বাচন নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

এর আগে ডিলারশিপ পেতে ডিপোজিট মানি হিসেবে 1 লক্ষ টাকা জমা দিতে হত ৷ তা কমিয়ে 50 হাজার করা হবে বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও নিজেদের গাড়ি করে রেশন পৌঁছে দিতে পারবেন ডিলাররা ৷ সেক্ষেত্রে গাড়ি কেনার সময় রাজ্যের কাছ থেকে 1 লক্ষ টাকা ভর্তুকি পাবেন বলেও জানিয়েছেন মমতা ৷ প্রায় 21 হাজার গাড়ি লাগবে দুয়ারে রেশনের জন্য ।

আরও পড়ুন : Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

একইসঙ্গে দুয়ারে রেশন প্রকল্পের সূচনায় প্রায় 42000 কর্মসংস্থানের সুযোগ করে দিলেন তিনি ৷ বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু’জন করে কর্মী নিতে পারবেন ডিলাররা । তাঁদের অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলার । বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার কাছে টাকা থাকলে বিলিয়ে দেব । সাড়ে আট কোটি টিকা দেওয়া হয়েছে । করোনা পরিস্থিতিতেও রাজ্য সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে । যতটা সম্ভব মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে । দুয়ারে রেশন প্রকল্প আমাদের গর্ব, বাংলার প্রকল্প মডেল করছে অন্যান্য রাজ্য । প্রতি মাসের নির্দিষ্ট দিনে রাজ্যের 10 কোটি মানুষ বাড়িতে বসেই রেশন পাবে ।’’

একইসঙ্গে মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘কেউ কেউ এই প্রকল্পের জন্য আদালতে যাচ্ছে । প্রকল্প বন্ধ করতে জোট করছে, তারা কিছু করতে পারবে না । প্রতি বাড়িতে নয়, পাড়ার একটি নির্দিষ্ট জায়গায় ডিলারদের গাড়ি যাবে ৷ 500 মিটারের মধ্যে গাড়ি যাবে রেশন কার্ড নিয়ে গ্রাহকরা আসবেন ও রেশন তুলে নেবেন । এসএমএস দিয়ে আগের দিন জানাতে হবে ।’’

Last Updated :Nov 16, 2021, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.