Mamata informs Modi about Tripura Violence : ত্রিপুরায় হিংসার বিষয় মোদিকে জানালেন মমতা

author img

By

Published : Nov 24, 2021, 8:36 PM IST

Updated : Nov 24, 2021, 10:00 PM IST

mamata banerjee informs narendra modi about tripura violence

পৌর নির্বাচনের আগে উত্তপ্ত ত্রিপুরা ৷ আক্রান্ত তৃণমূল ৷ পরিস্থিতির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee informs narendra modi about tripura violence) ৷

নয়াদিল্লি, 24 নভেম্বর : আগামিকাল ত্রিপুরায় পৌর নির্বাচন (Tripura Municipal Election 2021) ৷ তার ঠিক আগেরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Modi Meeting at New Delhi) ৷ সেই বৈঠকেও উঠে এল ত্রিপুরার প্রসঙ্গ ৷

বুধবার সন্ধ্যায় সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি প্রধানমন্ত্রীকে ত্রিপুরার হিংসার বিষয়টি জানিয়েছেন (mamata modi discuss tripura violence) ৷

আরও পড়ুন : Mamata invites Modi in BGBS : বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার

ত্রিপুরায় হিংসা

উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে পৌর-নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি (Tripura Violence before Municipal Election) তৈরি হয়ে আছে বেশ কয়েকদিন ধরেই ৷ সেখানে এবার বামেদের পাশাপাশি তৃণমূলও ভোটের ময়দানে রয়েছে ৷ তারা বারবার বিজেপির বিরুদ্ধে প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ করছে ৷

গত রবিবার গ্রেফতার করা হয় তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Tripura Police Arrest Saayoni Ghosh) ৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দেওয়া হয় ৷ পরে তিনি জামিন পেয়ে যান ৷ কিন্তু সায়নী যখন থানার মধ্যে সেই সময় থানার বাইরে থাকা তৃণমূল নেতা-কর্মীদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ (bjp allegedly attacks tmc at tripura) ৷

ত্রিপুরায় হিংসার বিষয় মোদিকে জানালেন মমতা

মমতা কী বললেন ?

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে গ্রেফতারির সমালোচনা করেন ৷ সায়নী একজন জনপ্রিয় তারকা, তাঁর সঙ্গে এমন আচরণ ঠিক হয়নি বলে মমতার দাবি ৷ তিনিও ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷

আরও পড়ুন : Subramanian Swamy and Mamata Banerjee Meeting : মমতা-সুব্রহ্মণ্যম সাক্ষাতে দলবদলের জল্পনা

Last Updated :Nov 24, 2021, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.